Rohit Sharma

নজিরে নজর রোহিতের, কার রেকর্ড ভাঙতে চান ভারত অধিনায়ক?

এখন এশিয়া কাপ খেলতে ব্যস্ত রোহিত। এর পর রয়েছে এক দিনের বিশ্বকাপ। অথচ তাঁর নজর একটি ব্যক্তিগত নজিরের দিকে। তা নিয়ে কোনও রাখঢাকও নেই রোহিতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:০২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বিশ্বকাপের আগে রোহিত শর্মার নজর একটি ব্যক্তিগত নজিরের দিকে। এশিয়া কাপের মাঝে এক সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা বলেছেন তিনি। ভারতীয় দলের অধিনায়ক মুখ খুলেছেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ক্রিস গেলের। তাঁকে টপকে যাওয়াই এখন লক্ষ্য রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে গেলের ছক্কার সংখ্যা ৫৫৩টি। রোহিতের রয়েছে ৫৩৯টি ছক্কা। আর ১৫টি ছয় মারতে পারলে গেলকে টপকে নতুন নজির গড়বেন রোহিত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমি গেলের ছয় মারার রেকর্ড ভাঙতে চাই। জীবনে কখনও ভাবিনি গেলের রেকর্ড ভাঙতে পারব। তাই ওর রেকর্ড ভাঙার সুযোগটা কাজে লাগাতে চাই। বেশ মজা লাগছে ব্যাপারটা ভাবলে।’’ আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত পরিচিত ‘হিটম্যান’ নামে। বড় শট মারার দক্ষতার জন্যই এমন নাম তাঁর। সব থেকে বেশি ছয় মারার রেকর্ড প্রসঙ্গে রোহিত আরও বলেছেন, ‘‘আমার চেহারা মোটেও পেশিবহুল নয়। জোরে বল মারতে ভালবাসি।’’ মজা করে বলেছেন, ‘‘যখন ক্রিকেট খেলতে শুরু করেছিলাম, তখন আমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল, তুলে বল মারার চেষ্টা করা যাবে না।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের শেখানো হয়েছিল, বল তুলে মারতে পার। তার জন্য প্রাথমিক বিষয়গুলো ঠিক রাখতে হবে। মাথার অবস্থান ঠিক থাকতে হবে। ব্যাট থাকতে হবে শরীরের কাছে। ঠিক ভাবে বল মারতে হবে। তবে ছোট বয়সে তুলে বল মারলেই কোচ আমাদের বসিয়ে দিতেন। খেলতে দিতেন না।’’ রোহিত জানিয়েছেন, কোচের কড়া শাসনই বল তুলে মারার ক্ষেত্রে তাঁকে দক্ষ করে তুলেছিল।

এশিয়া কাপের পরেই বিশ্বকাপ। দলের সাফল্য অনেকটাই নির্ভর করে কোচ এবং অধিনায়কের সম্পর্কের উপর। প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও দু’জনের সহমত হওয়া প্রয়োজন। দ্রাবিড়ের সঙ্গে কেমন সম্পর্ক আপনার? রোহিত বলেছেন, ‘‘কোচ দ্রাবিড়কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। উনি প্রথমে দারুণ এক জন মানুষ। তার পরে অসাধারণ ক্রিকেটার। এক জন মানুষ হিসাবে কেমন, সেটাই আমার কাছে প্রথম। তার পর দেখি তিনি কত বড় ক্রিকেটার, ফুটবলার বা চিকিৎসক। দ্রাবিড় সম্পূর্ণ নির্ভেজাল মানুষ।’’

Advertisement

ক্রিকেটার দ্রাবিড়ের সঙ্গে খেলার তেমন সুযোগ পাননি রোহিত। তা নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে তাঁর। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘দ্রাবিড়ের সঙ্গে বেশি খেলার সুযোগ হয়নি আমার। তবে গত দু’বছর এক সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। দ্রাবিড় এমন এক জন মানুষ, যিনি কখনও বোঝাপড়ার ক্ষেত্রে ফাঁক তৈরি হতে দেন না। ক্রিকেটার হোক বা সাপোর্ট স্টাফ, কারও সঙ্গেই এটা হতে দেন না। সকলের সঙ্গে একই ভাবে সম্পর্ক রেখে চলেন।’’

কোচের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? রোহিত বলেছেন, ‘‘দ্রাবিড় ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুব খোলামেলা। ক্রিকেট সম্পর্কে নিজের জ্ঞান আমাদের সকলের মধ্যে সমান ভাবে ভাগ করে দেন। দ্রাবিড় ভাইয়ের সঙ্গে সময় কাটাতে বেশ ভাল লাগে আমার। বেশ উপভোগ করি। সব কিছু নিয়েই খোলা মনে আলোচনা করি আমরা।’’

বিশ্বকাপে ঋষভ পন্থকে পাবে না ভারত। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে না পাওয়ার আক্ষেপ রয়েছে তাঁর। রোহিত বলেছেন, ‘‘আমি চাই ও যে ভাবে খেলত, সে ভাবেই খেলুক ফিরে আসার পরেও। নিজের খেলা খেলুক। পন্থ ঝুঁকি নিয়ে খেললেও একগুঁয়ে নয়। পরিস্থিতি অনুযায়ী খেলতে পছন্দ করে। সব সময় মাঠে গিয়েই মারতে শুরু করে না। খেলার পরিস্থিতি ভাল বুঝতে পারে। চাইব পন্থ আগের মতোই ভয়ডরহীন ক্রিকেট খেলুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন