RCB Complains Against Uber

আইপিএলের মাঝে আদালতে বেঙ্গালুরু, কাদের বিরুদ্ধে মামলা দায়ের কোহলিদের দলের

আইপিএল চলাকালীন আদালতে মামলা দায়ের করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বিরাট কোহলিদের দল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৮:০৪
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যাপ ক্যাব সংস্থা উবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। উবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বিরাট কোহলিদের দল।

Advertisement

হায়দরাবাদে নিজেদের বাইক ট্যাক্সি পরিষেবার প্রচার করছে উবর। সেই কাজে আইপিএলকে বেছে নিয়েছে তারা। একটি বিজ্ঞাপন তারা করেছে। সেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচের আগে বেঙ্গালুরুর স্টেডিয়ামে লুকিয়ে ঢুকে পড়েছেন ট্রেভিস হেড। স্টেডিয়ামে যেখানে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ লেখা সেখানে গিয়ে তিনি বেঙ্গালুরুর উপরে ‘রয়্যালি চ্যালেঞ্জড’ কথাটি লিখেছেন।

ঠিক তখনই স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষী হেডকে দেখে ফেলেন। তাঁকে দেখে উবর বাইকে চেপে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান হেড। তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরতে পারেননি। উবর বাইকের পরিষেবা কত দ্রুত সেটা দেখাতেই এই বিজ্ঞাপন করা হয়েছে।

Advertisement

বেঙ্গালুরুর অভিযোগ, এই বিজ্ঞাপন কেবলমাত্র প্রচারের জন্য হয়নি। তার মাধ্যমে বেঙ্গালুরুর মানহানি করার চেষ্টা হয়েছে। ১৩ মে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ রয়েছে। তার আগে এই ধরনের বিজ্ঞাপন করে বেঙ্গালুরুর সমর্থকদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবি করেছে বেঙ্গালুরু।

দিল্লি হাই কোর্টের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়েছে। সেখানে দুই পক্ষের আইনজীবীর কথা শুনেছেন তিনি। সৌরভের মনে হয়েছে, বেঙ্গালুরুর অভিযোগের সারবত্তা রয়েছে। বিজ্ঞাপনে কিছু বদল করা উচিত বলে মনে করেন তিনি। তবে এখনই কোনও রায় ঘোষণা করেননি বিচারপতি। যত দিন না রায় ঘোষণা হচ্ছে তত দিন এই বিজ্ঞাপন বন্ধ রাখার অনুরোধ করেছিল বেঙ্গালুরু। সেই অনুরোধ অবশ্য শোনেননি বিচারপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement