India A vs South Africa A

রুতুরাজের অর্ধশতরান, তিন উইকেট হর্ষিতের, দক্ষিণ আফ্রিকা এ-কে হারিয়ে এক দিনের সিরিজ় জয় ভারত এ-র

রুতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতরান এবং হর্ষিত রানার তিন উইকেটের দাপটে দক্ষিণ আফ্রিকা এ-কে হারিয়ে এক দিনের সিরিজ় জিতে নিল ভারত। রবিবার রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত এ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৩
Share:

রুতুরাজ গায়কোয়াড়। — ফাইল চিত্র।

রুতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতরান এবং হর্ষিত রানার তিন উইকেটের দাপটে দক্ষিণ আফ্রিকা এ-কে হারিয়ে এক দিনের সিরিজ় জিতে নিল ভারত। রবিবার রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত এ। ম্যাচের সেরা হয়েছেন রুতুরাজ। আগের ম্যাচে শতরান করেছিলেন তিনি। প্রথমে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এ। জবাবে ৯ উইকেট বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত এ।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি দক্ষিণ আফ্রিকা এ-র। দুই ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস এবং রিভাল্ডো মুনস্বামী ভালই খেলছিলেন। দক্ষিণ আফ্রিকা এ-কে প্রথম ধাক্কাটা দেন হর্ষিতই। ফেরান প্রিটোরিয়াসকে (২১)। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা এ।

রিভাল্ডো ফিরে যান ৩৩ রানে। জর্ডান হারমান (৪), মার্কাস অ্যাকারম্যান (৭), সিনেথেম্বা কেশিলে (৩) রান পাননি। পরের দিকে ডিয়ান ফরেস্টার (২২), ডেলানো পটজিটারের (২৩) ইনিংসে কিছুটা লড়াই করে দক্ষিণ আফ্রিকা এ।

Advertisement

ভারতের সফলতম বোলার নিশান্ত সিন্ধু। ৭ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন তিনি। হর্ষিত ৫ ওভারে ২১ রানে ৩ উইকেট পান। প্রসিদ্ধ কৃষ্ণ দু’টি এবং তিলক বর্মা একটি উইকেট পেয়েছেন।

রান তাড়া করতে নেমে ভারতকে দেখে মনে হয় তারা অন্য পিচে খেলতে নেমেছিল। ওপেনিং জুটিতে রুতুরাজ এবং অভিষেক শর্মা ৫৩ রান তুলে দেন। অভিষেক (৩২) ফেরার পর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি গড়ে ভারতকে জিতিয়ে দেন রুতুরাজ (অপরাজিত ৬৮) এবং তিলক (অপরাজিত ২৯)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement