S Sreesanth

S Sreesanth: নির্বাসন কাটিয়ে ৯ বছর পর ক্রিকেটে ফিরে উইকেট, আবেগ ধরে রাখতে পারলেন না শ্রীসন্থ

রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে মেঘালয়ের মুখোমুখি হয়েছিল কেরল। সেখানেই প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন শ্রীসন্থ। প্রথম উইকেট নেওয়ার পরে দেখা যায় পিচের মধ্যে শুয়ে পড়ে প্রণাম করছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানান দলের বাকি ক্রিকেটাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৭:৫৫
Share:

আবেগতাড়িত শ্রীসন্থ ফাইল চিত্র

ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসন কাটিয়ে ৯ বছর পর ফের ক্রিকেটে ফিরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে কেরলের হয়ে প্রথম উইকেট নেওয়ার পরে আবেগ ধরে রাখতে পারলেন না ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এস শ্রীসন্থ। উইকেট নিয়ে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করলেন তিনি।

Advertisement

রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে মেঘালয়ের মুখোমুখি হয়েছিল কেরল। সেখানেই প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন শ্রীসন্থ। প্রথম উইকেট নেওয়ার পরে দেখা যায় পিচের মধ্যে শুয়ে পড়ে প্রণাম করছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানান দলের বাকি ক্রিকেটাররা।

সেই ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন শ্রীসন্থ। সেখানে তিনি লিখেছেন, ‘৯ বছর পরে আমার প্রথম উইকেট। ভগবানের আশীর্বাদে সব হয়েছে। তাই আমি উইকেটকে প্রণাম করেছি।’ ঘরোয়া ক্রিকেটে ২১৩ উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সি এই বোলার।

Advertisement

২০১৩ সালে আইপিএল-এ ম্যাচ গড়াপেটার অভিয়োগ ওঠে শ্রীসন্থের বিরুদ্ধে। প্রথমে ক্রিকেট থেকে আজীবন নির্বাসন দেওয়া হয় তাঁকে। পরে তা কমিয়ে সাত বছর করা হয়। ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ এক দিনের ম্যাচ ও ১০টি টি২০ খেলেছেন শ্রীসন্থ। শেষ বার ২০১১ সালের অগস্ট মাসে ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন তিনি। ২০০৭ ও ২০১১ সালে ভারতের দু’টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন