Ranji Trophy 2024-25

মাত্র ১৫ বলের ইনিংস, রঞ্জির একটি ম্যাচ খেলে কত টাকা আয় কোহলির?

গৌতম গম্ভীরের নির্দেশ মেনে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের মতো ক্রিকেটার রাজ্যের হয়ে রঞ্জি খেলতে নামেন। একটি রঞ্জি ম্যাচ খেলার জন্য কত টাকা পাবেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর সব ক্রিকেটারকে রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। সেই নির্দেশ মেনে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের মতো ক্রিকেটার রাজ্যের হয়ে রঞ্জি খেলতে নামেন। একটি রঞ্জি ম্যাচ খেলার জন্য কত টাকা পাবেন তাঁরা?

Advertisement

১৩ বছর পর রঞ্জি খেলতে নেমেছেন কোহলি। বৃহস্পতিবার প্রায় গোটা দিন ফিল্ডিং করেন। শুক্রবার ব্যাট করতে নেমে মাত্র ১৫ বল খেলে আউট হয়ে যান। হিমাংশু সাংওয়ানের বলে অফ স্টাম্প ছিটকে যায় কোহলির। তিনি কত টাকা পাবেন এই ম্যাচ খেলার জন্য? রঞ্জিতে খেলা ক্রিকেটারদের আয়ের বিভিন্ন ভাগ আছে। যে সব ক্রিকেটার ৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তাঁরা ৬০ হাজার টাকা প্রতি দিন পান। যে সব ক্রিকেটার ২১ থেকে ৩৯টি ম্যাচ খেলেছেন, তাঁরা পান দিন প্রতি ৫০ হাজার টাকা। আর ২০ বা তার কম প্রথম শ্রেণির ম্যাচ খেলে ক্রিকেটারেরা দিন প্রতি ৪০ হাজার টাকা পান। আর যে সব ক্রিকেটার প্রথম একাদশে সুযোগ পান না তাঁরা ২০ থেকে ৩০ হাজার টাকা পান অভিজ্ঞতার নিরিখে।

কোহলি রঞ্জি খেলেছেন ২৩টি। টেস্ট খেলেছেন ১২৩টি। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ম্যাচ খেলার সংখ্যা প্রায় ১৫০। যে কারণে কোহলি রেলওয়েজ়ের বিরুদ্ধে এই ম্যাচ খেলার জন্য দিন প্রতি ৬০ হাজার টাকা করে পাবেন। যদি ম্যাচটি চার দিন খেলা হয়, তা হলে ২ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন তিনি।

Advertisement

কোহলির মতোই রোহিত, রাহুল, পন্থ, শুভমনেরা প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০-এর বেশি ম্যাচ খেলেছেন। ফলে তাঁরা সকলেই দিন প্রতি ৬০ হাজার টাকা করে পাবেন। শুধু যশস্বী এখনও পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যে কারণে তিনি দিন প্রতি ৫০ হাজার টাকা করে পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement