UEFA Champions League

প্লে-অফে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ

ম্যাঞ্চেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। গত তিন মরসুমেও নক-আউট পর্বে দুই ক্লাবকে মুখোমুখি হতে দেখা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৯
Share:

গত তিন মরসুমেও নক-আউট পর্বে দুই ক্লাবকে মুখোমুখি হতে দেখা গিয়েছে। —প্রতীকী চিত্র।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফে জমজমাট লড়াই। ম্যাঞ্চেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। গত তিন মরসুমেও নক-আউট পর্বে দুই ক্লাবকে মুখোমুখি হতে দেখা গিয়েছে।

গত বার কার্লো আনচেলোত্তির দল কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল পেপ গুয়ার্দিওলার দলকে। তার আগের মরসুমে সিটি শেষ চারে হারিয়েছিল রিয়ালকে আর ২০২১-’২২ মরসুমে রিয়াল দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে সিটিকে ছিটকে দিয়ে ফাইনালে উঠেছিল। লিভারপুল, বার্সেলোনা, অ্যাস্টন ভিলা, আর্সেনাল, ইন্টার মিলান, লিল, লেভারকুসেন ও আতলেতিকো মাদ্রিদ সরাসরি শেষ ষোলোয় উঠেছে গ্রুপ পর্বে প্রথম আটে শেষ করায়। প্লে-অফের প্রথম পর্ব হবে ১১ ও ১২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।

শেষ ষোলোর ড্র: ক্লাব ব্রাহা-আটলান্টা, স্পোটিং-বরুসিয়া ডর্টমুন্ড, ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ, সেলটিক-বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস-পিএসভি, ফেইনুর্দ-এসি মিলান, ব্রেস্ত-পিএসজি, মোনাকো-বেনফিকা।

শেষ ষোলোয় ইউনাইটেড: ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিপার রাতে গ্রুপ পর্বের ম্যাচে বুখারেস্টের বিরুদ্ধে ২-০ জিতল রুবেন আমোরিমের দল। ৬০ মিনিটে গোল করেন দিয়োগো দালো। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান কোবি মাইনু।

এই ম্যাচ জিতে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছে ইউনাইটেড। সরাসরি শেষ ষোলোর টিকিট পেয়েছে আরও এক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। এলফসবোর্গের বিপক্ষে টটেনহ্যাম জিতেছে ৩–০ গোলে। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম শেষ করেছে চার নম্বরে।

ইউনাইটেড ও টটেনহ্যামকে পেছনে ফেলে দুই নম্বরে থেকে শেষ ষোলোয় গেছে আতলেতিক বিলবাও। ভিক্টোরিয়া প্লজেনকে ৩–১ গোলে হারানোর পর তাদেরও পয়েন্ট লাজ়িয়োর সমান ১৯। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে থাকতে হলো দলটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন