Rahul Dravid

আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ তো জেতো! দ্রাবিড়ের পরীক্ষা নিয়ে খোঁচা ওয়াঘার ওপার থেকে

চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে রাহুল দ্রাবিড়ের মন্তব্য মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিনি খোঁচা দিয়েছেন ভারতীয় কোচকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৪:৫০
Share:

চেন্নাইয়ে নামার আগে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে সেরা একাদশ তৈরির চেষ্টা করছেন তাঁরা। —ফাইল চিত্র

ভারতের সেই এক রোগ। ২০১৯ সালের বিশ্বকাপের আগেও পরীক্ষা-নিরীক্ষার নীতি নিয়েছিল ভারতীয় ম্যানেজমেন্ট। কিন্তু বিশ্বকাপের সময় দেখা গিয়েছিল, প্রথম একাদশ গুছিয়ে উঠতে পারেননি বিরাট কোহলিরা। ২০২৩ সালের বিশ্বকাপের আগেও কি সেই একই ভুল করছে ভারত? রাহুল দ্রাবিড়ের মন্তব্যের পরে তাঁকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট।

Advertisement

চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় জানিয়েছিলেন, তাঁরা নানা রকমের কম্বিনেশন দেখতে চান। তাই দলে এত বদল করা হচ্ছে। বিশ্বকাপের আগে সেরা একাদশ তৈরি রাখতে চান তাঁরা। বিশ্বকাপের সময় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সব রকম পরিস্থিতি খতিয়ে দেখতে চান বলে জানিয়েছেন দ্রাবিড়।

ভারতীয় কোচের এই মন্তব্যে অবাক সলমন। তাঁর মতে, দ্রাবিড়ের আগে ভাবা উচিত ছিল কী ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জিতবেন। সলমন বলেছেন, ‘‘আগে তো সিরিজ় জিতে দেখাও। তার পরে পরীক্ষা-নিরীক্ষা করবে। বিশ্বকাপের কথা সিরিজ়ের পরে ভাবলেও চলবে। দলের যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেটা আগে মেটাতে হবে। কত বার দলে বদল করা হবে?’’

Advertisement

বার বার দলে বদল করলে তাতে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করেছেন সলমন। দ্রাবিড়কে সে দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সলমন বলেছেন, ‘‘দলে বেশি বদল করা উচিত নয়। তাতে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে খামতি দেখা যায়। দ্রাবিড়কে মাথায় রাখতে হবে প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের কথা ভেবে আগের সিরিজ়ে হেরে যাওয়া কাজের কথা নয়। সেটা ভারতীয় ম্যানেজমেন্ট যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভাল।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় এখন ১-১ রয়েছে। চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে হবে সিরিজ়ের ফয়সালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন