Sanju Samson

১৮ কোটি টাকায় সঞ্জুকে দলে নিলেও অধিনায়ক করল না চেন্নাই, পরের বছর নেতৃত্ব দেবেন মহারাষ্ট্রের ক্রিকেটার

আইপিএলের ‘রিটেনশন’-এর শেষ দিনে সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার খবর সরকারি ভাবে জানিয়েছে চেন্নাই। তবে নতুন দলে গেলেও নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন না সঞ্জু। পুরনো অধিনায়কের উপরেই ভরসা রাখল মহেন্দ্র সিংহ ধোনির দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২১:৫৪
Share:

সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।

আইপিএলের ‘রিটেনশন’-এর শেষ দিনে সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার খবর সরকারি ভাবে জানিয়েছে চেন্নাই। তবে নতুন দলে গেলেও নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন না সঞ্জু। পুরনো অধিনায়কের উপরেই ভরসা রাখল মহেন্দ্র সিংহ ধোনির দল। পরের মরসুমেও দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশের পরেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে চেন্নাই।

Advertisement

অনেক দিনের চেষ্টার পর অবশেষে সঞ্জুকে দলে নিতে পেরেছে চেন্নাই। মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসাবে ভাবা হচ্ছে তাঁকে। অনেকেই মনে করেছিলেন তাঁকেই ভবিষ্যতে অধিনায়ক করা হবে। যে হেতু রাজস্থানের অধিনায়ক হিসাবে অভিজ্ঞতা রয়েছে সঞ্জুর। তবে নতুন দলে গিয়ে নেতৃত্বের আর্মব্যান্ড পাবেন না সঞ্জু।

২০২৪-এর আইপিএলের আগে রুতুরাজকে অধিনায়ক হিসাবে ঘোষণা করেছিল চেন্নাই। তারা সে বার অল্পের জন্য প্লে-অফে উঠতে পারেনি। এ বছর মাঝপথেই চোটের জন্য ছিটকে যান রুতুরাজ। বাকি মরসুম নেতৃত্ব দেন ধোনি। সবার নীচে শেষ করে চেন্নাই। গত কয়েক বছরে চেন্নাইয়ের অন্যতম ধারাবাহিক ব্যাটার রুতুরাজ। ৭১টি ম্যাচে ২৫০২ রান করেছেন।

Advertisement

এ বার নিলামের আগে ১১ জনকে ছেড়ে দিয়েছে চেন্নাই, যা সব দলের চেয়ে বেশি। নিলামে ৪৩ কোটি টাকারও বেশি হাতে নিয়ে নামবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement