Babar Azam Fan Held

রেলিং টপকে পাকিস্তানের সাজঘরের বারান্দায় পৌঁছে গেল কিশোর, তবু দেখা হল না বাবরের সঙ্গে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বুধবার ছিল বাবর আজমের ৩১তম জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানাতে নিরাপত্তার বেড়া ভেঙে সাজঘরের দিকে দৌড় লাগাল এক সমর্থক। বেআব্রু হয়ে গেল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১২:২৬
Share:

সাজঘরের সামনের রেলিং টপকাচ্ছে ওই সমর্থক। ছবি: সমাজমাধ্যম।

বুধবার ছিল বাবর আজমের ৩১তম জন্মদিন। সে দিনই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম টেস্টে জিতেছিল পাকিস্তান। তার পরেই বেআব্রু হয়ে গেল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা। বাবরকে শুভেচ্ছা জানাতে নিরাপত্তার বেড়া ভেঙে সাজঘরের দিয়ে দৌড় লাগাল এক কিশোর সমর্থক। কোনওমতে তাকে আটকালেন নিরাপত্তারক্ষীরা। পাকিস্তানের স্টেডিয়ামের নিরাপত্তার বেহাল ব্যবস্থা প্রকট হয়ে গিয়েছে এই ঘটনায়।

Advertisement

খেলা শেষ হয়ে যাওয়ার পর পাকিস্তান দলের সাপোর্ট স্টাফেরা সাজঘরের সামনের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলেন। হঠাৎই এক কিশোরকে দেখা যায় বারান্দার রেলিং টপকে উঠে আসতে। সে সাপোর্ট স্টাফদের কাছে গিয়ে অনুরোধ করে ভেতরে ঢুকতে দেওয়ার। কেউই তাকে ভিতরে ঢুকতে দিতে রাজি হননি। একজন পথ আটকান। বাকিরা নিরাপত্তারক্ষীদের ডাকতে থাকেন।

উপায় না দেখে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাওয়ার চেষ্টা করে ওই সমর্থক। তত ক্ষণে নীচে হাজির হয়ে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সাজঘরের কাছেও চলে এসেছিলেন কয়েক জন নিরাপত্তারক্ষী। পালানোর পথ না পেয়ে তাকে ছেড়ে দেওয়ার আবেদন করে ওই সমর্থক। তা শোনা হয়নি। কয়েক জন নিরাপত্তারক্ষী ওই কিশোরকে টানতে টানতে নিয়ে যান।

Advertisement

কী করে সেই কিশোর নিরাপত্তার বেষ্টনী টপকে একদম সাজঘরের দরজায় পৌঁছে গেল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নিরাপত্তা ব্যবস্থা যে রকম ঢিলেঢালা দেখা গিয়েছে, তাতে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত।

বাবর সেই সময় সাজঘরে ছিলেন না। স্টেডিয়াম ছেড়ে বেরোনোর সময় তাঁকে ঘটনাটি জানানো হয়। বাবর শুনে চমকে যান। তিনি জানতে চান, ওই কিশোর ঠিক আছে কি না। তার পর টিম বাসে উঠে পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement