Virat Kohli

অস্ট্রেলিয়ায় পৌঁছেই ১৩ শব্দের পোস্ট, কোহলি কি এক দিনের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে ফেললেন?

বৃহস্পতিবার ভোররাতে অস্ট্রেলিয়ার পার্‌থে গিয়ে পৌঁছেছে ভারতীয় দল। সেই দলে রয়েছেন বিরাট কোহলিও। বৃহস্পতিবার সকালের দিকে তিনি এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেটি কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১১:০০
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

বৃহস্পতিবার ভোররাতে অস্ট্রেলিয়ার পার্‌থে গিয়ে পৌঁছেছে ভারতীয় দল। সেই দলে রয়েছেন বিরাট কোহলিও। বৃহস্পতিবার সকালের দিকে তিনি এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছিলেন, কোহলি হয়তো এক দিনের ক্রিকেট থেকেও অবসরের ইঙ্গিত দিয়ে ফেলেছেন। আবার অন্য অংশের ধারণা ছিল, কোহলি খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কতটা দায়বদ্ধ সেটাই বোঝা গিয়েছে পোস্টে। বেলা বাড়তেই সব স্পষ্ট হয়ে যায়। কোহলি আসলে নিজের সংস্থার প্রচার করতে এই পোস্টটি লিখেছিলেন।

Advertisement

বৃহস্পতিবার ঠিক সকাল ১০টায় ১৩ শব্দের একটি পোস্ট লিখেছিলেন কোহলি। বাংলায় তার অর্থ, “যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই সে সত‍্যিকারের ব‍্যর্থ।” বেলা ১২.০২-এ পোস্ট করেন নিজের সংস্থার বিজ্ঞাপন। সঙ্গে লেখেন, “ব্যর্থতা আপনাকে যা শেখাবে তা জয় কোনও দিন শেখাবে না।”

কোহলির প্রথম পোস্টের সঙ্গে সাম্প্রতিক ঘটনার মিল রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, অস্ট্রেলিয়া সিরিজ়ে কোহলি এবং রোহিত শর্মা ব্যর্থ হলে এটাই তাঁদের শেষ সিরিজ় হতে চলেছে। ভবিষ্যতে হয়তো ভারতীয় দলে তাঁদের আর বিবেচনা করা হবে না। দুই তারকা ক্রিকেটারই এখন শুধু ৫০ ওভারের ক্রিকেটে খেলেন। তাই অস্ট্রেলিয়া সিরিজ়‌ে সাফল্য পাওয়া দু’জনের কাছেই জরুরি।

Advertisement

ভাল খেলার ব্যাপারে তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সেটাই কোহলির পোস্টে ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে। কোহলি হয়তো এখনই খেলা ছাড়ার কথা ভাবতে চান না। তাঁর স্বপ্ন ২০২৭ বিশ্বকাপে খেলা। তাই জন্যই তিনি হাল না ছাড়ার বার্তা দিয়েছেন। কারণ অবসরের ভাবনা মাথায় আনলেই হয়তো তিনি ব্যর্থ হতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের মাঝে দুই ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছিলেন কোচ গৌতম গম্ভীর। বলেছিলেন, “ওরা দুর্দান্ত ক্রিকেটার। ওদের অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। তবে ২০২৭ সালের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। এখন বর্তমানেই থাকতে চাই।”

দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রাখলেও গম্ভীর আশাবাদী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলবেন তাঁরা। দলের প্রধান কোচ বলেছিলেন, “রোহিত, কোহলি ফেরায় দলের শক্তি বেড়েছে। আশা করছি, অস্ট্রেলিয়ায় ওরা ভাল খেলবে। পাশাপাশি গোটা দলও সেখানে ভাল খেলবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement