Rohit Sharma Future as India Captain

ইংল্যান্ড সিরিজ়ে অধিনায়ক কে? আইপিএলের মাঝেই সিদ্ধান্ত নির্বাচকদের, রোহিত কি থাকছেন?

আইপিএলের মাঝেই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে রিপোর্ট জমা পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। সেই রিপোর্টে কী জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১১:৪২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আইপিএলের মাঝেই আবার শিরোনামে রোহিত শর্মার অধিনায়কত্ব। না, আইপিএলে নয়, জাতীয় দলে তাঁর অধিনায়কত্বের কাটাছেঁড়া চলছে। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড ও তার পর অ্যাওয়ে সিরিজ়ে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তার পরেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। সেই রিপোর্টে কী জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর?

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দু’টি টেস্ট সিরিজ়ে রোহিতের অধিনায়কত্বে কিছু ভুল পেয়েছেন নির্বাচকেরা। কিন্তু রোহিতকে বাঁচিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাদা বলের ক্রিকেটে দেশকে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। সেই কারণে, ইংল্যান্ডেও রোহিতকে নেতা হিসাবে দেখা যাবে।

পিটিআইকে বোর্ডের এক আধিকারিক বলেছেন, “নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজ়ে রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ভাল করেছে। তাই ওকে আরও এক বার সুযোগ দেওয়া হবে।” রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ায় রোহিত এত খারাপ খেলেছিলেন যে শেষ টেস্টে নিজেই প্রথম একাদশ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার পরেও রোহিতকে এখনই নেতৃত্ব থেকে সরাতে চাইছে না আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

Advertisement

নির্বাচকেরা বোর্ডকে আরও জানিয়েছেন, আইপিএলের শেষ সপ্তাহে ইংল্যান্ড সিরিজ়ের দল ঘোষণা করা হবে। কারণ, আইপিএলের শেষ দিকে বোঝা যাবে, ইংল্যান্ডে পাঠানোর জন্য সেরা দল কী হতে পারে। ওই আধিকারিক বলেছেন, “দল ঘোষণা করার জন্য এখনও অনেক সময় আছে। আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত দল ঘোষণা হবে না। কারণ, সেই সময়ে নির্বাচকেরা বুঝতে পারবে কাদের পাওয়া যাবে। আইপিএলে অনেক সময় ক্রিকেটারেরা চোট পান। তাই আগে থেকে দল ঘোষণা না করে সময় নেওয়া হচ্ছে।”

২০ জুন থেকে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু ভারতের। পাঁচটি টেস্ট খেলবে তারা। তার আগে মে-জুন মাসে ইংল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সেখানে বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার খেলবেন। সেখানেই পাঁচ টেস্টের প্রস্তুতি সারবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement