Shahid Afridi

হার্দিকের মতো ফিনিশার নেই, আক্ষেপ আফ্রিদির

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে ভারতকে জিতিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ়েও একই ছন্দ ধরে রেখেছিলেন তারকা অলরাউন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৮:৩৫
Share:

হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

পাকিস্তান দলে হার্দিক পাণ্ড্যের মতো একজন ফিনিশার নেই। আক্ষেপ শাহিদ আফ্রিদির। তিনি মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের মতো একজন ফিনিশার পাকিস্তান দলে থাকলে অনেকসুবিধা হত।

Advertisement

এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন হার্দিক। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে ভারতকে জিতিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ়েও একই ছন্দ ধরে রেখেছিলেন তারকা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে তরতাজা হয়ে হার্দিক যেতে পারেন বিশ্বকাপে।

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘‘আমাদের দলে পাণ্ড্যের মতো ফিনিশার নেই। ভেবেছিলাম আসিফ আলি ও খুশদিল সেই দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু ওরা একেবারেই ব্যর্থ। মহম্মদ নওয়াজ় ধারাবাহিক নয়। শাদাব খানেরও একই সমস্যা। এই চার জন ফিনিশারের মধ্যে দু’জনকে ধারাবাহিক ভাবে পারফর্ম করে যেতে হবে বিশ্বকাপে।’’

Advertisement

শুধুমাত্র ব্যাটিং বিভাগ নয়, বোলিং নিয়েও চিন্তিত আফ্রিদি। বলেছেন, ‘‘শাদাব যে সময়ে বল করে, তখন রান আটকানোর সঙ্গেই উইকেট নিতে হবে। বল হাতে যে দিন ও ভাল করে, পাকিস্তানকিন্তু জেতে।’’

আফ্রিদি মনে করেন, ব্যাটিং এবং বোলিং বিভাগে পাকিস্তানকে প্রচুর ক্ষত মেরামত করতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে না হলে জেতা সহজ হবে না। তাঁর কথায়, ‘‘এখন যে ধরনের পিচে খেলা হয়, সেখানে দু’জন পেস বোলার প্রয়োজন। সেই সঙ্গেই একজন অলরাউন্ডার। নতুন একজন ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি। নাম জামাল। ওকে কেন খেলানো হচ্ছে না? আমাদেরও জানা উচিত ও কী রকম ক্রিকেটার।’’

বিশ্বকাপ জিততে গেলে কী করা উচিত পাকিস্তানের? আফ্রিদির উত্তর, ‘‘শেষ কয়েকটি ম্যাচে যে রকম ভুল করছে, তাতে কাপ জেতা কঠিন। আগে ভুলগুলো শুধরোতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন