West Indies vs Pakistan

হোপের শতরানের দাপটে সিরিজ় ওয়েস্ট ইন্ডিজের

প্রথম ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল পাঁচ উইকেটে। সেই হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ওয়ান ডে-তেও তারা জেতে ৫ উইকেটে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ০৭:২৮
Share:

দুরন্ত: হোপের শাসন। ফাইল চিত্র

৩৪ বছর পরে দ্বিপাক্ষিক সিরিজ়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত শতরান করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ৯৪ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন হোপ। তাঁর ইনিংস সাজানো ১০টি বাউন্ডারি ও ৫টি ছক্কা দিয়ে। যার দাপটে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৯৪-৬। জবাবে ৯২ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জেডেন সিলস ১৮ রানে নেন ৬ উইকেট। বাবর আজ়ম ফেরেন ৯ রানে। ২০২ রানে ম্যাচ ও ২-১ ফলে সিরিজ় জেতে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হোপ।

রস্টন চেজ করেন ২৯ বলে ৩৬। এ ছাড়া জাস্টিন গ্রিভসও ইনিংসের শেষ দিকে আগ্রাসী ব্যাটিং দেখান। তিনি ২৪ বলে অপরাজিত থাকেন ৪৩ বলে। প্রথম ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল পাঁচ উইকেটে। সেই হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ওয়ান ডে-তেও তারা জেতে ৫ উইকেটে।

এই নিয়ে এক দিনের ক্রিকেটে ১৮ নম্বর শতরান করলেন হোপ। এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক শতরান রয়েছে ক্রিস গেলের। ২৫টি। এর পরে দ্বিতীয় স্থানে ব্রায়ান লারা (১৯টি শতরান)। হোপ উঠে এলেন এই তালিকায় তিন নম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন