Asian Legends League

১০০ দিন পর মাঠে ফিরবেন শাকিব, খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসর নেননি শাকিব আল হাসান। তবু প্রাক্তনদের একটি প্রতিযোগিতায় নাম লেখালেন তিনি। শাকিব খেলবেন বাংলাদেশের দলের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৯:৩৩
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে শাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ। গত ৩০ নভেম্বর শেষ খেলেছেন আবু ধাবির টি-টোয়েন্টি লিগে। মার্চ মাসেই আবার মাঠে ফিরছেন। একটি প্রতিযোগিতায় বাংলাদেশের দলের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে আরও একটি জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কি অবসর নিয়ে ফেললেন শাকিব? বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নাম দিয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায়! এখনও সরকারি ভাবে অবসরের সিদ্ধান্ত জানাননি শাকিব। তবু তিনি প্রাক্তন ক্রিকেটারদের প্রতিযোগিতায় নাম দেওয়ায় তৈরি হয়েছে জল্পনা।

শাকিব খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগে। ১০ থেকে ১৮ মার্চ এই প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়নস এবং এশিয়ান স্টারস। প্রথমে শাকিব বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু পরে মত বদলে ৩৭ বছরের অলরাউন্ডার বেছে নিয়েছেন এশিয়ান স্টারসকে। এই দলের হয়ে খেলবেন কেদার যাদব, সৌরভ তিওয়ারি, দিলশান মুনাওয়ারা, হামিদ হাসানের মতো প্রাক্তন ক্রিকেটারেরা। অন্য দিকে, বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন মহম্মদ আশরাফুল। খেলার কথা তামিম ইকবালেরও।

Advertisement

গত সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলেন শাকিব। কানপুর টেস্টের আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন। শাকিব আরও জানিয়েছিলেন মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে পাঁচ দিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন। কিন্তু নিরাপত্তার আশ্বাস না পাওয়ায় বাংলাদেশে ফিরতে পারেননি। তার পর আর দেশের হয়ে খেলা হয়নি তাঁর। সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর ঘোষণার আগেই প্রাক্তন ক্রিকেটারদের প্রতিযোগিতায় শাকিব নাম লেখানোয় জল্পনা তৈরি হয়েছে। তবে কি তাঁর অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা? যদিও রাজস্থানের হতে যাওয়া প্রাক্তন এই প্রতিযোগিতা হবে ২০ ওভারের ক্রিকেটের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement