Shoaib Akhtar

Shoaib Akhtar: মাতৃবিয়োগ শোয়েবের

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই ক্রিকেটারের মা। শনিবার বেশি রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ০৭:২৫
Share:

ফাইল চিত্র।

প্রয়াত হলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের মা। শনিবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যা গণমাধ্যমে জানিয়েছেন শোয়েব। যেখানে তিনি লিখেছেন, ‍‘‍‘আমার জীবনের সব কিছুই ছিলেন মা। তিনি প্রয়াত হয়েছেন। তাঁর শেষকৃত্যের প্রার্থনা হবে ইসলামাবাদে।’’

Advertisement

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই ক্রিকেটারের মা। শনিবার বেশি রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পরেই পাকিস্তান ও সে দেশের বাইরে থেকে একাধিক শোকবার্তা পেয়েছেন শোয়েব। যে তালিকায় রয়েছেন, সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহও। গণমাধ্যমে তিনি লেখেন, ‍‘‍‘সদ্য তোমার মাতৃহীন হওয়ার খবর পেলাম। প্রয়াত মা শান্তিতে থাকুন। আমার শোকজ্ঞাপন করছি। শক্ত থাকো। ঈশ্বর তোমার ভাল করবেন।’’

শোকবার্তা পাঠিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকও। তিনি লিখেছেন, ‍‘‍‘শক্ত থাকো। এই দুঃসময়ে আমরা সবাই তোমার পাশে রয়েছি।’’ এ ছাড়া শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক
শাহিদ আফ্রিদিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement