IPL

আইপিএলে নামার ৬৯ দিন আগেই নজির শ্রেয়সের! কী কীর্তি গড়লেন তিনি?

আইপিএল শুরু হওয়ার ৬৯ দিন আগেই নজির গড়ে ফেললেন শ্রেয়স। ভারতের প্রথম এবং বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে একটি নজির গড়েছেন। তাও মাঠে না নেমেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:৫০
Share:

শ্রেয়স আয়ার। ছবি: এক্স (টুইটার)।

আইপিএল শুরু হবে আগামী ২৩ মার্চ। প্রতিযোগিতা শুরুর এবং ফাইনালের দিন জানা গেলেও সূচি এখনও প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শনিবারই আইপিএলে নতুন নজির গড়েছেন শ্রেয়স আয়ার।

Advertisement

প্রতিযোগিতা শুরুর ৬৯ দিন আগেই আইপিএলে একটি নজির গড়ে ফেললেন শ্রেয়স। গত বার তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়। এ বার তাঁকে ধরে রাখতে পারেননি কেকেআর কর্তৃপক্ষ। নিলামে শ্রেয়সকে কিনে নিয়েছে পঞ্জাব কিংস। শনিবার প্রীতি জ়িন্টার দল আসন্ন মরসুমের জন্য তাঁকে অধিনায়ক ঘোষণা করেছে। পঞ্জাবের অধিনায়ক হতেই আইপিএলে একটি নজির গড়ে ফেলেছেন শ্রেয়স।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের তিনটি দলের অধিনায়ক হলেন শ্রেয়স। ২০১৫ সালে আইপিএলে অভিষেক হয় শ্রেয়সের। দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০২১ সাল পর্যন্ত সেই দলেই ছিলেন শ্রেয়স। নেতৃত্বও দিয়েছিলেন দিল্লিকে। ২০২২ সালে কলকাতায় যোগ দেন। সেখানেও তাঁকে অধিনায়ক করা হয়। এ বার তিনি পঞ্জাবে যোগ দিয়েছিলেন। সেখানেও তাঁর হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হল। শ্রেয়সই আইপিএলের একমাত্র অধিনায়ক, যাঁর নেতৃত্বে দু’টি দল ফাইনাল খেলেছে। ২০২০ সালে তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে দিল্লি। সে বার ট্রফি জিততে না পারলেও গত বছর কেকেআর অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন হন।

Advertisement

শ্রেয়স হলেন তৃতীয় ক্রিকেটার, যিনি আইপিএলের তিনটি দলের অধিনায়ক হলেন। এর আগে মাহেলা জয়বর্ধনে পঞ্জাব, দিল্লি ছাড়াও নেতৃত্ব দিয়েছেন কোচি টাস্কার্স কেরালাকে। স্টিভ স্মিথ নেতৃত্ব দিয়েছেন পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুণে সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement