(বাঁ দিকে) সাই সুদর্শন এবং শুভমন গিল (ডান দিকে)। ছবি: বিসিসিআই।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলবেন না শুভমন গিল এবং সাই সুদর্শন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ের আগে প্রস্তুতির পরিকল্পনায় পরিবর্তন করেছেন তাঁরা। পর্যাপ্ত বিশ্রামের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত ৩০ মে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে শেষ ম্যাচ খেলেছেন শুভমন এবং সুদর্শন। টানা ম্যাচ খেলে দু’জনেই ক্লান্ত। ছোটখাট চোট-আঘাতও রয়েছে তাঁদের। তাই অভিমন্যু ঈশ্বরণের ভারত ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পর্যাপ্ত ‘রিকভারি টাইম’ চাইছেন গুজরাতের দুই ওপেনার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। বেসরকারি টেস্ট না খেললেও প্রস্তুতিতে সমস্যা হবে, এমন মনে করছেন না কেউই। কারণ আইপিএলের মাঝেই লাল বলে অনুশীলন শুরু করে দিয়েছিলেন দু’জনেই। তরতাজা হয়ে টেস্ট সিরিজ় খেলতে চাইছেন তাঁরা।
শুভমন এবং সুদর্শন— দু’জনেই আইপিএলে ভাল ফর্মে ছিলেন। কমলা টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন সুদর্শন। ১৫টি ম্যাচে করেছেন ৭৫৯ রান। একটি শতরান এবং ছ’টি অর্ধশতরান করেছেন। শুভমন ১৫টি ম্যাচে করেছেন ৬৫০ রান। ছ’টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকেও।
বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমন। দুই সিনিয়র ক্রিকেটারের শূন্যস্থান পূরণ করতে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন সুদর্শনও। স্বাভাবিক ভাবেই আসন্ন টেস্ট সিরিজ়ে দু’জনই ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।