রবিবার আউট হওয়ার পর শুভমন গিল। ছবি: সমাজমাধ্যম।
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ভারতকে প্রথম বার নেতৃত্ব দিতে নেমেছিলেন শুভমন গিল। সেই ম্যাচে হারলেন তিনি। সেই সঙ্গে যোগ সেই ৯ জন ক্রিকেটারের তালিকায়, যাঁরা অধিনায়ক হিসাবে টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি— তিন ফরম্যাটেই অভিষেক ম্যাচে হেরেছেন। ভারতের এক ক্রিকেটারেরও এই নজির রয়েছে।
শুভমন এখনও টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাননি। তবে এই ফরম্যাটের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন ২০২৪-এর জ়িম্বাবোয়ে সফরে। সে বার প্রথম ম্যাচেই ভারত হেরে গিয়েছিল ১৩ রানে। এ বছর ইংল্যান্ড সিরিজ়ে টেস্ট অধিনায়ক হিসাবে মাঠে নামেন শুভমন। লিডসে প্রথম ম্যাচে ভারত হারে পাঁচ উইকেটে। এ বার এক দিনের ক্রিকেটে শুভমনের নেতৃত্বে প্রথম ম্যাচে ভারত হেরেছে সাত উইকেটে।
ভারতীয়দের মধ্যে এই নজির রয়েছে বিরাট কোহলিরও। তিনি ২০১৩-র ২ জুলাই এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত হেরেছিল ১৬১ রানে। পরের বছর ৯ ডিসেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অধিনায়ক হিসাবে অভিষেক হয় কোহলির। সেই ম্যাচে ভারত হেরেছিল ৪৮ রানে। ২০১৭-র ২৬ জানুয়ারি টি-টোয়েন্টিতে প্রথম বার অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন কোহলি। ইংল্যান্ডের কাছে সাত উইকেটে সেই ম্যাচ হারে ভারত।
বিশ্ব ক্রিকেটে এই নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার শন পোলক, নিউ জ়িল্যান্ডের স্টিফেন ফ্লেমিং এবং ব্রেন্ডন ম্যাকালাম, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান, জ়িম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজ়া, পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের জেসন হোল্ডারের।
এর উল্টো নজিরও রয়েছে। প্রথম ভারতীয় হিসাবে অধিনায়ক হয়েই তিনটি ফরম্যাটেই প্রথম ম্যাচ জিতেছেন বীরেন্দ্র সহবাগ। পরে এই কাজ করে দেখান অজিঙ্ক রাহানে। মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট ও টি-টোয়েন্টি জিতলেও এক দিনের ক্রিকেটে হেরেছিলেন। রোহিত শর্মাও এক দিনের ক্রিকেটে প্রথম ম্যাচ হেরেছিলেন অধিনায়ক হিসাবে। তবে জিতেছিলেন টেস্ট এবং টি-টোয়েন্টিতে।