Shubman Gill

দল থেকে বাদ পড়ার হুঁশিয়ারি পেয়েছিলেন শুভমন, শতরান করে জবাব ক্রিকেটারের

দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই দল পরিচালন সমিতি হুঁশিয়ারি দিয়েছিলেন শুভমন গিলকে। বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেই বাদ দেওয়া হবে। সেই সতর্কবার্তা শোনার পর শতরানেই জবাব দিলেন ভারতের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৭
Share:

শতরানের পর শুভমন। ছবি: পিটিআই।

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল খেলতে পারেননি। ধারাবাহিক ভাবে খারাপ ফর্ম চলতে থাকার কারণে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই দল পরিচালন সমিতি হুঁশিয়ারি দিয়েছিলেন শুভমন গিলকে। বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেই বাদ দেওয়া হবে। সেই সতর্কবার্তা শোনার পর শতরানেই জবাব দিলেন ভারতের ক্রিকেটার। রবিবার এই তথ্য প্রকাশ্যে এসেছে।

Advertisement

এক ওয়েবসাইটের দাবি অনুযায়ী, হায়দরাবাদ টেস্টের পরেই শুভমনকে বলে দেওয়া হয়, দলে নিজের জায়গা ধরে রাখার জন্য বিশাখাপত্তনমের টেস্টই শেষ সুযোগ। সেখানেও ব্যর্থ হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে তাঁকে। নিজের ভুলত্রুটি শুধরে আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসতে হবে। শুভমন নিজেও পরিবারের এক সদস্যকে বলে দিয়েছিলেন, দ্বিতীয় টেস্টে ভাল খেলতে না পারলে মোহালিতে চলে যাবেন। রঞ্জিতে পঞ্জাবের হয়ে গুজরাতের বিরুদ্ধে ম্যাচ খেলবেন। কিন্তু শতরানের পর আপাতত সেই সম্ভাবনা নেই।

লাল বলের ক্রিকেটে শুভমনের খারাপ ফর্মই তাঁকে নিয়ে প্রশ্ন উঠিয়ে দিয়েছিল। শতরানের আগে শেষ ৯ ইনিংসে তাঁর রান ছিল ১৫৩। সর্বোচ্চ মাত্র ৩৬। স্পিন হোক বা পেস, বোলারেরা শুভমনের দুর্বলতা বুঝে গিয়েছিলেন। প্রথম ইনিংসেও ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর খেলা ভারতকে ভাল জায়গায় নিয়ে যায়।

Advertisement

খারাপ ফর্মের জন্য শুভমনকে অনেকে সতর্ক করেছিলেন। অনিল কুম্বলে বলেছিলেন, “শুভমনকে যে সুযোগ দেওয়া হচ্ছে তা চেতেশ্বর পুজারা কখনও পায়নি। অথচ পুজারা দেশের হয়ে ১০০-রও বেশি টেস্ট খেলেছে। কিছু দিন আগে পর্যন্ত ও-ই তিন নম্বরে ব্যাট করেছে।” রবি শাস্ত্রীও বলেছিলেন, “শুভমন মনে রেখো, পুজারা নামের একজন কিন্তু দলের দরজায় কড়া নাড়ছে।” তবে রবিবারের শতরানের পর শুভমন সমালোচকদের জবাব দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন