india cricket

Women’s World Cup 2022: ম্যাচের সেরার পুরস্কার হরমনপ্রীতের সঙ্গে ভাগ করলেন স্মৃতি, কী বললেন অধিনায়ক মিতালি

হরমনপ্রীত বলেন, ‘‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাউকে সঙ্গে পাইনি। কিন্তু এই ম্যাচে স্মৃতির সঙ্গে জুটি হয়েছে। আমি ভাল ছন্দে রয়েছি। এ ভাবেই খেলে যেতে চাই। ডান হাতি, বাঁ হাতি জুটির ফলে অনেক তাড়াতাড়ি রান তোলা সম্ভব হয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১৫:৪৫
Share:

ম্যাচ শেষে কী বললেন সেরারা ছবি: টুইটার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পরে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে ভারতের মেয়েরা। স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌরের শতরানে ভর করে ৩১৭ রান তোলে ভারত। জবাবে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৫৫ রানে জেতার পরে ম্যাচের সেরা ঘোষণা করা হয় স্মৃতিকে। কিন্তু তিনি একা পুরস্কার নিতে চাননি। হরমনপ্রীতের সঙ্গে ম্যাচের সেরার পুরস্কার ভাগ করে নেন তিনি।

Advertisement

ম্যাচ শেষে স্মৃতি বলেন, ‘‘শতরান করার পরে ম্যাচের সেরার পুরস্কার না পেলে খারাপ লাগে। আমার মনে হয় আমারা দু’জনেই সমান খেলেছি। তাই এই ট্রফির উপর আমাদের দু’জনেরই অধিকার রয়েছে। আমাদের খেলার ধরন আলাদা। হরমনপ্রীত স্পিন ভাল খেলে। আমি জোরে বল খেলতে ভালবাসি। তাই সে ভাবেই আমরা খেলছিলাম।’’ এ কথা বলে ম্যাচের সেরার পুরস্কার ভাগ করে নেন তিনি। হাসি মুখে স্মৃতি আরও বলেন, ‘‘আমি নিশ্চিত আইসিসি এ রকম পরিস্থিতিতে দু’জনকেই ট্রফি দেবে। তাদের সেই টাকা রয়েছে।’’

অন্য দিকে হরমনপ্রীত বলেন, ‘‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাউকে সঙ্গে পাইনি। কিন্তু এই ম্যাচে স্মৃতির সঙ্গে জুটি হয়েছে। আমি ভাল ছন্দে রয়েছি। এ ভাবেই খেলে যেতে চাই। ডান হাতি, বাঁ হাতি জুটির ফলে অনেক তাড়াতাড়ি রান তোলা সম্ভব হয়েছে।’’

Advertisement

দলের খেলায় খুশি অধিনায়ক মিতালি রাজ। যে ভাবে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটাররা জুটি বেঁধে খেলেছে তাতে সন্তুষ্ট তিনি। মিতালি বলেন, ‘‘আগের ম্যাচে হেরে খুব চাপে ছিলাম। তাই এই ম্যাচে জয়টা খুব দরকার ছিল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকলাম। যে ভাবে স্মৃতি ও হরমনপ্রীত খেলেছে তাতে ছন্দ তৈরি হয়ে গিয়েছিল। বোলাররাও নিজের কাজ করেছে। আমার ও ঝুলনের পাশে যে ভাবে তরুণরা এগিয়ে আসছে তাতে খুব ভাল লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন