SA20

জয়ের হ্যাটট্রিক সৌরভের দলের, বোনাস পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা লিগে শীর্ষে প্রিটোরিয়া

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘এসএ২০’-তে প্রিটোরিয়া ৫৩ রানে হারিয়েছে এমআই কেপ টাউনকে। সৌরভ এই দলের প্রধান কোচ। আট ম্যাচে ২০ পয়েন্ট প্রিটোরিয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৩:১৫
Share:

প্রিটোরিয়া ক্যাপিটালসের জার্সিতে কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রথম পাঁচ ম্যাচে মাত্র ‌একটি জয়। সেখান থেকে পর পর তিনটি ম্যাচ জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিটোরিয়া ক্যাপিটালস এখন শীর্ষে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘এসএ২০’-তে প্রিটোরিয়া ৫৩ রানে হারিয়েছে এমআই কেপ টাউনকে। সৌরভ এই দলের প্রধান কোচ। আট ম্যাচে ২০ পয়েন্ট প্রিটোরিয়ার। শেষ ম্যাচে বোনাস পয়েন্ট নিয়ে জিতেছে প্রিটোরিয়া।

শুরুতে চাপে পড়লেও শেরফানে রাদারফোর্ডের মাত্র ২৭ বলে ৫৩ রানের ইনিংসের ফলে প্রিটোরিয়া প্রথমে ৬ উইকেটে ১৮৫ রান তোলে। দলের রান যখন ৪ উইকেটে ৮৯ এবং হাতে মাত্র ৭ ওভার, তখন এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার পাল্টা আক্রমণ শুরু করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

Advertisement

রাদারফোর্ড যোগ্য সঙ্গী হিসেবে পান ডেওয়াল্ড ব্রেভিসকে। এই জুটি মাত্র ৩৪ বলে ৬৯ রান যোগ করে। এমআই কেপ টাউনকে তাদের খারাপ ফিল্ডিংয়ের মাসুল দিতে হয়েছে। করবিন বশের পর পর দুই বলে দুই ব্যাটারই জীবন ফিরে পান। এর পর ব্রেভিস কাগিসো রাবাডাকে দু’টি অবিশ্বাস্য ছক্কা মারেন। তার মধ্যে একটি ছিল ‘নো-লুক’ ফ্লিক। অন্য দিকে রাদারফোর্ড ট্রেন্ট বোল্টের এক ওভারেই ১৬ রান তুলে নেন।

প্রিটোরিয়া ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখে বোলিংয়েও। গিডিয়ন পিটার্স ডাবল-উইকেট মেডেন ওভার করে এমআই কেপ টাউনের মিডল অর্ডার ধসিয়ে দেন। এমআই কেপ টাউনের স্কোর ৪৬/২ থেকে মাত্র ১১ রানের ব্যবধানে ৫৫/৬ হয়ে যায়।

ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও নজর কাড়েন ব্রেভিস। বাউন্ডারি লাইনে দু’টি ভাল ক্যাচ নিয়ে তিনি এমআই কেপ টাউনকে ম্যাচ থেকে ছিটকে দেন।

এমআই কেপ টাউনের পক্ষে রিজা হেনড্রিকস ৫০ বলে অপরাজিত ৬৮ রান করে একা লড়াই করেন। তারা ১৩২/৭ রানের বেশি তুলতে পারেনি।

সৌরভের দলের পরের দু’টি ম্যাচ পার্ল রয়্যালস (বৃহস্পতিবার) ও জোহানেসবার্গ সুপার কিংস (শনিবার)-এর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement