টেম্বা বাভুমা। —ফাইল চিত্র।
চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারছেন না টেম্বা বাভুমা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। প্রস্তুতির জন্য সতীর্থদের ফেলে রেখে বেশ কয়েক দিন আগেই ভারতে চলে আসতে পারেন বাভুমা।
পায়ের পেশিতে চোটের জন্য খেলতে পারছেন না বাভুমা। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলার সময় চোট পেয়েছিলেন। তার পর থেকেই মাঠের বাইরে তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, বাভুমার চোট সারতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে। আশা করা হচ্ছে, অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। সে ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলতে পারবেন তিনি। কঠিন ভারত সফরের আগে বাভুমাকে ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতে চান দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা।
দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের ভারত সফরে আসার কথা রয়েছে অক্টোবরের শেষে। দু’দেশের ‘এ’ দল দু’টি চার দিনের ম্যাচ খেলবে। ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে ম্যাচ দু’টি হবে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে তিনি ভারতে চলে আসবেন। ৬ থেকে ৯ নভেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচটি খেলবেন। তবে ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন না বাভুমা। দু’দেশের ‘এ’ দল রাজকোটে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে তিনটি এক দিনের ম্যাচও খেলবে। সেই সিরিজ়ের দলে অবশ্য বাভুমার নাম নেই।
‘এ’ দলের হয়ে একটি ম্যাচ খেলার পর টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক। উল্লেখ্য, ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে।