লঙ্কা প্রিমিয়ার লিগের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।
আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় যৌথ ভাবে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভাল খেলা এবং মাঠ তৈরি করার লক্ষ্যে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিছিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, নির্ধারিত সময়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করা হচ্ছে না।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসি-র নির্দেশ অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি মাঠের প্রস্তুতি নিখুঁত থাকতে হবে, যাতে বড় মাপের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়। এলপিএল পিছিয়ে দেওয়ার ফলে মাঠ তৈরি করার জন্য অনেকটা সময় পাওয়া যাবে। স্টেডিয়ামের পরিকাঠামোর উন্নয়ন, খেলোয়াড়দের ব্যবহৃত সরঞ্জামের আধুনিকীকরণ, সম্প্রচারের পরিকাঠামোর উন্নতি এবং মিডিয়া সেন্টারের উন্নতি করার কথা ভাবা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই সেরা মানের পরিকাঠামো তৈরি করার কথা ভাবা হচ্ছে।
এই মুহূর্তে শ্রীলঙ্কার তিনটি আন্তর্জাতিক মাঠ রয়েছে। তার মধ্যে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কিছু করা যাচ্ছে না। কারণ সেখানে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ চলছে। সেটি শেষ হয়ে গেলেই কাজ শুরু হবে। সূচি অনুযায়ী ২৪ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পর কলম্বোয় আর কোনও ম্যাচ নেই। পাকিস্তান ছিটকে যাওয়ায় সেমিফাইনাল বা ফাইনাল আয়োজনের জন্য কলম্বোর মাঠের দরকার পড়বে না।
শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছে, কৌশলগত কারণেই এলপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বমানের পরিষেবা দিতে চাইছে শ্রীলঙ্কা। পরবর্তীকালেও যাতে শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারে, সেটা দেখিয়ে দেওয়াও দরকার বলে মনে করছে তারা। বোর্ড জানিয়েছে, বিশ্বকাপের পর সঠিক প্রয়োজনীয় সময় খুঁজে এলপিএল আয়োজন করা হবে।