Arjun Ranatunga To Be Arrested

৪৫ কোটির দুর্নীতি! দোষী সাব্যস্ত রণতুঙ্গা, দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক

১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে এক দিনের বিশ্বকাপ জিতিয়েছিলেন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। সেই এক বারই ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:২২
Share:

অর্জুন রণতুঙ্গা। —ফাইল চিত্র।

দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন অর্জুন রণতুঙ্গা। আপাতত বিদেশে রয়েছেন তিনি। দেশে ফিরলেই গ্রেফতার করা হবে তাঁকে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে এক দিনের বিশ্বকাপ জিতিয়েছিলেন অধিনায়ক রণতুঙ্গা। সেই এক বারই ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল তারা। সেই বিশ্বজয়ী অধিনায়কই এ বার জেলযাত্রার মুখে।

Advertisement

খেলা থেকে অবসরের পর রাজনীতিতে গিয়েছিলেন রণতুঙ্গা। হয়েছিলেন শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী। সেই সময় অর্থের বিনিময়ে বেশ কয়েকটি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল রণতুঙ্গা ও তাঁর দাদা ধাম্মিকা রণতুঙ্গার বিরুদ্ধে। সেই অভিযোগে দু’জনেই দোষী প্রমাণিত হয়েছেন।

রণতুঙ্গা যখন পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন তখন ধাম্মিকা একটি পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। দু’জনে মিলে দুর্নীতি করেছিলেন বলে প্রমাণিত হয়েছে। ধাম্মিকাকে সোমবার গ্রেফতার করা হয়েছিল। জামিন পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার পাশাপাশি আমেরিকারও নাগরিকত্ব রয়েছে তাঁর। তাই জামিন পেলেও তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে তদন্ত কমিশন জানিয়েছে, রণতুঙ্গা দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। কমিশন আরও জানিয়েছে, ২৭টি সংস্থাকে বেআইনি ভাবে বরাত পাইয়ে দিয়েছিলেন রণতুঙ্গা। তার জন্য ৪৫ কোটি টাকা নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে করা এই দুর্নীতি এত দিনে প্রমাণিত হয়েছে।

গত বছর ক্ষমতায় আসার পরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক জানিয়েছিলেন, যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত কমিশন তৈরি করেন তিনি। সেই কমিশনই তদন্ত করে দোষী সাব্যস্ত করেছে ৬২ বছর বয়সি রণতুঙ্গাকে। তাঁর ভাই প্রসন্ন রণতুঙ্গা শ্রীলঙ্কার প্রাক্তন পর্যটনমন্ত্রী ছিলেন। তাঁকেও দুর্নীতির অভিযোগ গত মাসে গ্রেফতার করা হয়েছে। এ বার জেলযাত্রার মুখে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement