ICC Women\'s ODI World Cup 2025

কলম্বোয় শেষ ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত, একটিও ম্যাচ না জিতে বিশ্বকাপ শেষ পাকিস্তানের

সেমিফাইনালে ওঠার স্বপ্ন আগেই শেষ হয়েছিল। শুক্রবার কলম্বোয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই চেয়েছিল শেষ ম্যাচ জিতে মাথা উঁচু করে প্রতিযোগিতা শেষ করতে। সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২১:২৯
Share:

কলম্বোয় শুক্রবারও জিতে গেল বৃষ্টি। ছবি: পিটিআই।

মহিলাদের বিশ্বকাপে দুই দলের সেমিফাইনালে ওঠার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার কলম্বোয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই চেয়েছিল শেষ ম্যাচ জিতে মাথা উঁচু করে প্রতিযোগিতা শেষ করতে। সেই স্বপ্ন অধরাই থেকে গেল। কলম্বোয় শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে গেল।

Advertisement

এ দিন টস হতেই প্রায় তিন ঘণ্টা দেরি হয়। প্রচণ্ড হাওয়ার কারণে মাঠকর্মীরা কভার ধরে রাখতেই পারছিলেন না। ফলে পিচ পরীক্ষাও করা যায়নি। বৃষ্টিও মাঝেমাঝে বাড়ছিল-কমছিল। ক্রিকেটারেরা মাঠে ছিলেন। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৮.১০ নাগাদ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ৪.২ ওভারে যখন তাদের স্কোর ১৮/০, তখনই বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। কলম্বোয় বিশ্বকাপের ১১টি ম্যাচ হয়েছে। তার মধ্যে পাঁচটিই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জ়‌িল্যান্ড। পাকিস্তান এবং শ্রীলঙ্কা— এই দু’টি ম্যাচ ভেস্তে যাওয়ায় সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। পাকিস্তান এবং শ্রীলঙ্কারও শেষ চারে ওঠার সম্ভাবনা শেষ হয়েছে। দু’দলেরই তিনটি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

Advertisement

শ্রীলঙ্কায় বরাবরই এই সময়ে বৃষ্টি হয়। তা সত্ত্বেও আয়োজকেরা কলম্বোয় খেলা দিয়েছিলেন। যদি পাকিস্তান শেষ চারে উঠত তা হলে সেমিফাইনালে তাদের ম্যাচ কলম্বোয় হত। ফাইনালে উঠলে সেটিও কলম্বোয় হত। পাকিস্তান আগেই বিদায় নেওয়ায় শুক্রবারই কলম্বোয় শেষ ম্যাচ হয়ে গেল।

আট দলের বিশ্বকাপে পাঁচে শেষ করল শ্রীলঙ্কা। তারা একটি জিতেছে, তিনটি হেরেছে, তিনটি পরিত্যক্ত। পাকিস্তান কোনও ম্যাচই জিততে পারেনি। তাদের তিন পয়েন্ট এসেছে তিনটি পরিত্যক্ত ম্যাচ থেকে। বাকি চারটি ম্যাচই হেরেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement