Sunil Gavaskar

ছাঁটাই হওয়া ক্রিকেটারেই ভরসা! টেস্ট বিশ্বকাপের ফাইনালে কাকে খেলাতেই বলছেন গাওস্কর?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম একাদশ নিয়ে বড় পরামর্শ দিলেন সুনীল গাওস্কর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাদ পড়া ক্রিকেটারকেই আবার রোহিত শর্মাদের দলে চাইছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৭:৩৭
Share:

বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দিচ্ছেন সুনীল গাওস্কর। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রথম দুই টেস্টের পরে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন লোকেশ রাহুল। তাঁর ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন সুনীল গাওস্করের মতো প্রাক্তন ক্রিকেটাররা। এখন সেই রাহুলকেই আবার ভারতের প্রথম একাদশে চাইছেন গাওস্কর। তা-ও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

Advertisement

রাহুলকে দলে রাখার নেপথ্যে গাওস্করের প্রধান যুক্তি, ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও পালন করতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নজর কাড়তে পারেননি শ্রীকর ভরত। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পিছনে বেশ নড়বড়ে দেখিয়েছে তাঁকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তেমনটা হোক, চান না গাওস্কর। সেই কারণে রোহিত শর্মাদের বাড়তি বিকল্পের কথা বলেছেন তিনি।

একটি ক্রীড়া ওয়েবসাইটে গাওস্কর বলেছেন, ‘‘রাহুলকে উইকেটরক্ষক হিসাবে খেলানো যেতে পারে। যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুল ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে নামে তা হলে আমাদের ব্যাটিং আরও শক্তিশালী হবে। কারণ, গত বছর ইংল্যান্ডে ভাল ব্যাট করেছিল রাহল। লর্ডসে শতরান করেছিল। ফাইনালে প্রথম একাদশ বাছাই করার সময় এটা রোহিতদের মাথায় রাখা উচিত।’’

Advertisement

ভরতের উপরে একটুও ভরসা করতে পারছেন না গাওস্কর। ম্যাচের মধ্যে থেকে উদাহরণ টেনে এনে নিজের কথার ব্যাখ্যা দিয়েছেন তিনি। গাওস্কর বলেছেন, ‘‘ঘূর্ণি পিচেই বোঝা যায় এক জন উইকেটরক্ষক কতটা দক্ষ! কিন্তু আমদাবাদের মতো সহজ উইকেটেও ভাল দেখায়নি ভরতকে। একটা ঘটনায় সেটা পরিষ্কার। ট্রাভিস হেড বোল্ড হওয়ার সময় ভরতের হাত অন্য জায়গায় ছিল। অর্থাৎ, বল উইকেটে না লাগলে ৪ রান হয়ে যেত। এটা কিন্তু চিন্তার বিষয়।’’

গাওস্কর জানেন, শেষ পর্যন্ত ভারতীয় ম্যানেজমেন্ট ঠিক করবে যে প্রথম একাদশে কারা খেলবে। তাই রাহুলের পাশাপাশি ঈশান কিশনের নামও করেছেন তিনি। গাওস্কর বলেছেন, ‘‘ইংল্যান্ডের পরিবেশে অনেক সময় পেসারের বিরুদ্ধেও উইকেটের ঠিক পিছনেই দাঁড়াতে হয় কিপারদের। সে ক্ষেত্রে রাহুল অনেক ভাল বিকল্প। ঈশানকেও ভাবা যেতে পারে। তবে ভরতের কোনও ভাবেই সুযোগ পাওয়া উচিত নয়।’’

গাওস্কর রাহুলের কথা বললেও ব্যাট হাতে তাঁর ফর্ম চিন্তায় রেখেছে ভারতকে। গত ১০টি ইনিংসে ২৫-এর বেশি রান করতে পারেননি রাহুল। বাধ্য হয়ে তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও রাহুলের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক রোহিত থেকে শুরু করে কোচ রাহুল দ্রাবিড়ের মুখে। তাঁরাও ইংল্যান্ডের পরিবেশে রাহুলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তাই ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গাওস্করের পরামর্শ বাস্তবে পরিণত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন