Asia Cup 2025

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রভাব, এশিয়া কাপে পাকিস্তানকে দেখছেন না গাওস্কর

ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির ফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যেতে পারে বলে মনে করছেন সুনীল গাওস্কর। আগামী এশিয়া কাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা নেই বলেই মত তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৪:১৮
Share:

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে সুনীল গাওস্কর। আগামী এশিয়া কাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা নেই বলেই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উচিত কেন্দ্রীয় সরকারের পথে চলা।

Advertisement

এক সাক্ষাৎকারে গাওস্কর বলেছেন, ‘‘বিসিসিআই সব সময় ভারত সরকারের কথা মতো অবস্থান নেয়। আমার মনে হয় না এশিয়া কাপের ক্ষেত্রে আলাদা কিছু হবে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে আগামী এশিয়া কাপ আয়োজন করবে। তাই সবটাই নির্ভর করবে, পরিস্থিতি কেমন থাকবে তার উপর। এখনকার পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তা হলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’’

আরও এক ধাপ এগিয়ে গাওস্কর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে দেওয়ার কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘‘এর পর কী হবে জানি না। হয়তো এসিসি ভেঙে দেওয়া হবে। তিনটি দেশকে নিয়েই হয়তো খেলা হবে। এর সঙ্গে হয়তো হংকং এবং সংযুক্ত আরব আমিরশাহিকে আমন্ত্রণ জানানো হবে। আগামী কয়েক মাসের পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করবে। এসিসি ভেঙে গেলে আমি অন্তত অবাক হব না। দু’টি দেশ পরস্পরের সঙ্গে লড়াই করলে একসঙ্গে খেলা একটু সমস্যার হয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘এমনও হতে পারে ভারতই এসিসি থেকে বেরিয়ে এল। চারটি বা পাঁচটি দেশকে নিয়ে প্রতিযোগিতা হল। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হল। বাংলাদেশ বা শ্রীলঙ্কা আয়োজক হলে হয়তো অন্য রকম হতে পারত। কিন্তু এ বারের প্রতিযোগিতার আয়োজক ভারত। ভারতই আয়োজন করবে।’’

Advertisement

গাওস্করের মতে অদূর ভবিষ্যতে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কোনও দেশই অন্য দেশে দল পাঠাবে না। এই পরিস্থিতিতে এশিয়ার ক্রিকেট প্রভাবিত হবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement