India vs England 2025

ধারাবাহিকতা নেই যশস্বীর, কোথায় সমস্যা তরুণ ওপেনারের? ধরিয়ে দিলেন গাওস্কর

ইংল্যান্ডের বিরুদ্ধে ন’টি ইনিংসের তিনটিতে রান পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ব্যর্থ ছ’টি ইনিংসে। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না। যশস্বীর ব্যাটিংয়ে একটি সমস্যা ধরা পড়েছে সুনীল গাওস্করের চোখে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ২৩:১৩
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম ইনিংসে রান পাননি যশস্বী জয়সওয়াল। ওপেন করতে নেমে ২ রান করে আউট হয়ে গিয়েছেন। এ দিন তরুণ ব্যাটারের মধ্যে আত্মবিশ্বাসের কিছুটা অভাব দেখা গিয়েছে। তা ছাড়া তাঁর খেলায় একটা সমস্যাও ধরা পড়েছে সুনীল গাওস্করের চোখে।

Advertisement

মেঘলা আবহাওয়ায় ব্যাট করতে নেমে বলের লাইন বুঝতে সমস্যা হচ্ছিল যশস্বীর। ইংল্যান্ডের জোরে বোলারদের সুইং সমস্যায় ফেলছিল তাঁকে। বল ছাড়ার ক্ষেত্রেও এ দিন সাবলীল মনে হয়নি যশস্বীকে। গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হওয়ার পর তাঁর সমস্যা বিশ্লেষণ করেছেন গাওস্কর।

গাওস্করের পর্যবেক্ষণ সামনের পা এবং বাঁ কাঁধ ঠিক জায়গায় থাকছে না যশস্বীর। তাই শরীরের ভিতরে ঢুকে আসা বল খেলতে সমস্যা হচ্ছে। গাওস্কর বলেছেন, ‘‘যশস্বীর খেলায় কিছুটা অনিশ্চয়তা ছিল। মনে হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর ওকে আর সাবলীল দেখাচ্ছে না। হয়তো সে কারণেই শরীরের দিকে আসা বল খেলার সময় সামনের পা ঠিক মতো এগোচ্ছে না। যশস্বী যথেষ্ট ভাল ব্যাটার।’’ এই সমস্যা কাটিয়ে ওঠার উপায়ও বলে দিয়েছেন গাওস্কর। ভারত-ইংল্যান্ড সিরিজ়ের অন্যতম ধারাভাষ্যকার বলেছেন, ‘‘যশস্বীর উচিত কারও সঙ্গে আলোচনা করা। তা হলেই বুঝতে পারবে পা কোথায় থাকা উচিত বা কাঁধ সামনে দিকে কতটা ঘোরা উচিত। ওর বাঁ দিকের কাঁধ প্রথম বা দ্বিতীয় স্লিপের দিকে ঘুরে যাচ্ছে। এর ফলে সোজাসুজি ব্যাট নামাতে সমস্যা হচ্ছে। বাঁ দিকে কাঁধ উইকেটরক্ষক এবং প্রথম স্লিপের মধ্যে থাকলে সুবিধা হবে। ব্যাট সোজাসুজি নামাতে পারবে।’’

Advertisement

উল্লেখ্য, যশস্বী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৪। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৮৭। দ্বিতীয় ইনিংসে ২৮। তৃতীয় টেস্টের দু’ইনিংসে করেন যথাক্রমে ১৩ এবং শূন্য। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে করেন ৫৮। দ্বিতীয় ইনিংসে শূন্য। বৃহস্পতিবার করলেন ২ রান। তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement