Injury Scare in Indian Team Before Asia Cup 2025

এশিয়া কাপের আগে চিন্তা ভারতীয় শিবিরে! সুস্থ নন অধিনায়ক সূর্য, ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিককে

৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমস্যায় ভারতীয় দল। দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১০:২৩
Share:

সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শ্রেয়স আয়ার। এ বার পালা হার্দিক পাণ্ড্যের। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমস্যায় ভারতীয় দল। হার্দিকের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে।

Advertisement

‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, ১১ ও ১২ অগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। জুলাই মাসের মাঝামাঝি থেকে মুম্বইয়ে অনুশীলন শুরু করেছেন হার্দিক। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হার্দিকের। সাদা বলের ক্রিকেটে তিনি দলের ভরসা। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সম্পূর্ণ সুস্থ হার্দিককে চাইছে দল। তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না তারা।

জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে সূর্যের। এখনও পুরো সুস্থ হতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন সূর্য। জানা গিয়েছে, আরও অন্তত এক সপ্তাহ সেখানে থাকতে হবে ভারত অধিনায়ককে। সেখানেই মেডিক্যাল দল তাঁর উপর নজর রাখছে।

Advertisement

কয়েক দিন আগে সমাজমাধ্যমে নিজের একটা ভিডিয়ো দিয়েছিলেন সূর্য। সেখানে দেখা যাচ্ছিল, ব্যাটিং অনুশীলন করছেন তিনি। শরীরচর্চা করতেও দেখা যাচ্ছিল তাঁকে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “নিজের প্রথম ভালবাসার কাছে ফেরার তর আর সইছে না।” যদিও এখনও কয়েক দিন অপেক্ষা করতে হবে তাঁকে।

হার্দিক ও সূর্য এখনও পুরো সুস্থ না হওয়ায় এশিয়া কাপের দল নির্বাচন করতে পারছে না ভারত। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা এ বারের এশিয়া কাপ। ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে। ১৪ সেপ্টেম্বর দু’দলের খেলা। তবে যে ভাবে গত কয়েক মাসে ভারত-পাকিস্তান সম্পর্ক খারাপ হয়েছে তাতে এশিয়া কাপে দু’দলের খেলা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ পাকিস্তান ম্যাচ বয়কট করার জন্য সেমিফাইনালে উঠে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। এই পরিস্থিতিতে এশিয়া কাপেও পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি উঠেছে। এখন দেখার ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement