Asia Cup 2025

১৩-০! পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যকুমারের, বলে দিলেন, ‘ধুর, ভারত-পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়’

পর পর দু’টি রবিবার পাকিস্তানকে হারিয়ে আর চুপ থাকতে পারলেন না সূর্যকুমার যাদব। পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভারত অধিনায়ক। বলে দিলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৪
Share:

সূর্যকুমার যাদব। ছবি: সংগৃহীত।

পর পর দু’টি রবিবার পাকিস্তানকে হারিয়ে আর চুপ থাকতে পারলেন না সূর্যকুমার যাদব। পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভারত অধিনায়ক। বলে দিলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়।

Advertisement

এশিয়া কাপে গ্রুপ পর্বেরে ম্যাচে গত ১৪ সেপ্টেম্বর ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এর পর গত রবিবার সুপার ফোরের ম্যাচে ভারত জেতে ৬ উইকেটে। সূর্যকে সাংবাদিক সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক জিজ্ঞাসা করেন, এই ‘ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে তিনি কী বলবেন? তখনই এখনকার ভারত-পাক লড়াই নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দেন সূর্য।

ভারত অধিনায়ক বলেন, ‘‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার প্রশ্ন করা বন্ধ করা উচিত।’’ এখানেই থেমে থাকেননি ভারত অধিনায়ক। বলেন, ‘‘আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়।’’

Advertisement

এমনিতেই সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্য। ‘আরও একটা ম্যাচ’ বলেছিলেন গত রবিবারের লড়াইকে। ম্যাচের পর যা বললেন, তা নিয়ে চর্চা বাড়বে। এর আগ আর কোনও অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি। বুঝিয়ে দেননি যে, এই মুহূর্তে ভারতের সামনে পাকিস্তান কোনও দলই নয়।

সূর্য যে পরিসংখ্যানের কথা বলতে পারেননি, সেটা হল ক্রিকেটে গত ১৫ বছরে ভারত পাকিস্তানের উপর সত্যিই আধিপত্য বিস্তার করেছে। ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে ভারত।

তবে সব মিলিয়ে পরিসংখ্যানের বিচারে পাকিস্তান এখনও এগিয়ে। দুই দলের ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাকিস্তান ৮৮টি জিতেছে, ভারত জিতেছে ৭৮টি। টেস্টে ৫৯টি ম্যাচে পাকিস্তান জিতেছে ১২টি, ভারত ৯টি, ৩৮টি ম্যাচ ড্র হয়েছে। এক দিনের ক্রিকেটে ভারত এগিয়ে। তারা জিতেছে ৫৮টি, পাকিস্তান ৪৩টি। টি-টোয়েন্টিতে ভারত ১৫টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে, পাকিস্তান মাত্র ৩টি ম্যাচ জিতেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement