PBKS vs MI in IPL 2025

সূর্যকুমারের অর্ধশতরান, প্রথম দুইয়ে ওঠার লড়াই পঞ্জাবের সামনে ১৮৫ রানের লক্ষ্য দিল মুম্বই

পঞ্জাবকে হারালেই প্রথম দুই নিশ্চিত হবে, এই ভাবনা নিয়েই সোমবার আইপিএলে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সূর্যকুমার যাদব বাদে বাকি ব্যাটারেরা বিশেষ অবদান রাখতে পারলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ২১:২৩
Share:

অর্ধশতরানের পথে সূর্যকুমার যাদব। ছবি: সমাজমাধ্যম।

পঞ্জাবকে হারালেই প্রথম দুই নিশ্চিত হবে, এই ভাবনা নিয়েই সোমবার আইপিএলে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সূর্যকুমার যাদব বাদে বাকি ব্যাটারেরা বিশেষ অবদান রাখতে পারলেন না। তাই বড় রানও তুলতে পারল না মুম্বই। আগে ব্যাট করে – তুলেছে তারা।

Advertisement

টসে জিতে আগে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। মুম্বইয়ের শুরুটা বিশেষ ভাল হয়নি। উইকেট না হারালেও রান তোলার গতি ছিল কম। যে টুকু আক্রমণ করার সেটা করছিলেন রায়ান রিকেলটন। রোহিত শর্মা ধরে খেলার দিকে মন দেন। রিকেলটন (২৭) আউট হওয়ার পর দ্রুত রান তোলার দিকে নজর দেন রোহিত।

তিনে নেমে সূর্যকুমার শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন। রোহিতও পাল্লা দিতে শুরু করেছিলেন। কিন্তু চলতি মরসুমে কিছুতেই ব্যাটে-বলে হচ্ছে না রোহিতের। এই ম্যাচেও তা দেখা গেল। যে মুহূর্তে হাত খুলতে শুরু করেছেন, তখনই হরপ্রীত ব্রারের বলে নেহাল ওয়াধেরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত (২৪)।

Advertisement

তিলক বর্মা (১), উইল জ্যাকস (১৭) ক্রিজ়‌ে দীর্ঘ ক্ষণ টিকতে পারেননি। সূর্যের সঙ্গে মুম্বইকে টানার কাজে নামেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শূন্য রানের মাথায় নিজের বলেই তাঁর ক্যাচ ফেলেন বিজয়কুমার বিশাখ। সেই সুযোগ কাজে লাগিয়ে দু’টি চার এবং দু’টি ছয় মারেন হার্দিক। তবে ১৫ বলে ২৬ রানের বেশি করতে পারেননি।

এক সময় মনে হচ্ছিল, ১৭০-রও করতে পারবে না মুম্বই। তবে ১৯তম ওভারে বিশাখ দেন ২৩ রান। নমন ধীর দু’টি ছয় এবং সূর্যকুমার দু’টি চার মারেন সেই ওভারে। শেষ ওভারে তা পুষিয়ে দেন অর্শদীপ সিংহ। প্রথম বলেই ফেরান নমনকে (২০)। শেষ বলে আউট করেন সূর্যকুমারকেও (৫৭)। তার চেয়েও বড় ব্যাপার, মাত্র তিন রান দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement