IPL 2024 Auction

আগেও আইপিএল খেলা ১২৫ জন উঠছেন এ বারের নিলামে, তালিকায় কারা?

আইপিএলের নিলামে নাম দিয়েছেন ৩৩৩ জন। তাঁদের মধ্যে ১২৫ জন আগেও বিভিন্ন দলের হয়ে প্রতিযোগিতায় খেলেছেন। তাঁরা কারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১১:০৮
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

আইপিএলের এ বারের নিলামে ভাগ্যপরীক্ষা হবে মোট ৩৩৩ জনের। তাঁদের মধ্যে এমন ১২৫ জন ক্রিকেটার রয়েছেন যাঁরা আগেও এই প্রতিযোগিতায় খেলেছেন। কেউ কেউ একটি দলের হয়ে, আবার অনেকে বিভিন্ন দলের হয়ে। এই ১২৫ জনের মধ্যে ৩১ জন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। তাঁরা আবার নিলামে নামছেন।

Advertisement

আগেও আইপিএলে খেলা যে ১২৫ জন ক্রিকেটার এ বারের নিলামে নামছেন তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার ৬০ জন ও দেশি ক্রিকেটার ৬৫ জন। বিদেশি ক্রিকেটারেরা হলেন— হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রভম্যান পাওয়েল, রাইলি রুসো, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, ওয়ানিন্দু হাসরঙ্গ, ড্যারিল মিচেল, ক্রিস ওকস, ফিল সল্ট, ট্রিস্টান স্টাবস, লকি ফার্গুসন, জশ হেজ়লউড, আলজারি জোসেফ, মিচেল স্টার্ক, আকিল হোসেন, মুজিব রহমান, আদিল রশিদ, তাবরেজ শামসি, ইশ সোধি, ফিন অ্যালেন, কলিন মুনরো, শারফেন রাদারফোর্ড, অ্যাস্টন টার্নার, রাসি ভ্যান ডার ডুসেন, শিন অ্যাবট, ফ্যাবিয়ান অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, টম কারেন, বেন কাটিং, জর্জ গার্টন, জেসন হোল্ডার, মহম্মদ নবি, জেমস নিশাম, কিমো পল, ডোয়েন প্রিটোরিয়াস, দাসুন শনাকা, ম্যাথু শর্ট, ওডিয়েন স্মিথ, ডেভিড উইলি, স্যাম বিলিংস, দুষ্মন্ত চামিরা, বেন ডোয়ারশিস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ক্রিস জর্ডন, ওবেড ম্যাকয়, রাইলি মেরিডিথ, টাইমাল মিলস, অ্যাডাম মিলনে, ওয়েন পার্নেল, মুস্তাফিজুর রহমান, ঝাই রিচার্ডসন, টিম সাউদি, বারিন্দর স্রান, বিলি স্টানলেক, ওশেন থমাস, বেনি হাওয়েল, ডুয়ান জানসেন ও ডেভিড উইজে।

আগেও আইপিএলে খেলা দেশি ক্রিকেটারের হলেন— করুণ নায়ার, মণীশ পাণ্ডে, হর্ষল পটেল, শার্দূল ঠাকুর, শ্রীকর ভরত, শিবম মাভি, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মনন ভোরা, রাজ অঙ্গদ বাওয়া, শাহরুখ খান, মহম্মদ আরশাদ খান, সরফরাজ় খান, বিভ্রান্ত শর্মা, হৃতিক শোকিন, রমনদীপ সিংহ, রিকি ভুই, উর্বিল পটেল, রাশিক দার, যশ দয়াল, ঈশান পোড়েল, আকাশ সিংহ, কার্তিক ত্যাগী, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, হনুমা বিহারি, বরুণ অ্যারন, সিদ্ধার্থ কৌল, সন্দীপ ওয়ারিয়র, শুভ্রাংশু সেনাপতি, তন্ময় মিশ্র, ধ্রুব শোরে, হিম্মত সিংহ, বিরাট সিংহ, পিএ আব্দুল, বাবা অপরাজিত, রাহুল বুদ্ধি, ঋত্বিক চট্টোপাধ্যায়, আর্য দেশাই, অমন খান, সৌরভ কুমার, কমলেশ নাগারকোটি, মোহিত রাঠি, জলজ সাক্সেনা, উৎকর্ষ সিংহ, শশাঙ্ক সিংহ, স্বপ্নিল সিংহ, বাবা ইন্দ্রজিৎ, নিখিল নায়েক, আদিত্য তারে, কেএস আসিফ, গুর্নুর সিংহ ব্রার, সৌরভ দুবে, অর্পিত গুলেরিয়া, কুলবন্ত খেজরোলিয়া, হুসেন মেরিওয়ালা, অশোক শর্মা, রাহুল শুক্ল, বাসিল থাম্পি, ইয়ারা পৃথ্বীরাজ, কেসি কারিয়াপ্পা, রাঘব গয়াল, এস মিধুন, জগদীশ সুচিত।

Advertisement

এই ক্রিকেটারদের মধ্যে আগে কেকেআরের হয়ে খেলেছেন ৩১ জন ক্রিকেটার। তাঁরা হলেন— করুণ নায়ার, মণীশ পাণ্ডে, রভম্যান পাওয়েল, প্যাট কামিন্স, শার্দূল ঠাকুর, ক্রিস ওকস, লকি ফার্গুসন, মিচেল স্টার্ক, শিবম মাভি, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, রাশিক দার, কলিন মুনরো, টম কারেন, বেন কাটিং, জেসন হোল্ডার, মহম্মদ নবি, সিদ্ধার্থ কৌল, স্যাম বিলিংস, টিম সাউদি, সন্দীপ ওয়ারিয়র, আর্য দেশাই, অমন খান, কমলেশ নাগারকোটি, ডেভিড উইজে, বাবা ইন্দ্রজিৎ, নিখিল নায়েক, কুলবন্ত খেজরোলিয়া, অশোক শর্মা, ইয়ারা পৃথ্বীরাজ ও কেসি কারিয়াপ্পা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন