T20 World Cup 2021

T20 World Cup 2021: টি২০-তে বিরল নজির, প্রথম ওভারে তিন উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নামিবিয়ার পেসার

প্রথম ওভারে রুবেনের বলে কোমর ভেঙে যায় স্কটল্যান্ডের। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৬:০৯
Share:

উইকেট নিয়ে উচ্ছ্বসিত রুবেন ট্রাম্পেলমান। ছবি: টুইটার থেকে।

প্রথম বার টি২০ বিশ্বকাপে খেলতে নেমে রেকর্ড গড়লেন নামিবিয়ার জোরে বোলার রুবেন ট্রাম্পেলমান। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওভারে তিন উইকেট নেন তিনি। কুড়ি-বিশের খেলায় তিনিই প্রথম বোলার যিনি প্রথম ওভারে তিন উইকেট নিয়েছেন।

Advertisement

বুধবার আবু ধাবিতে ২৩ বছরের বাঁ হাতি জোরে বোলার রুবেন প্রথম ওভারে জর্জ মুনসে, কালাম ম্যাকলিয়ড ও স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনকে আউট করেন। মাত্র দু’রান দেন তিনি। শেষ পর্যন্ত চার ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রুবেন।

Advertisement

প্রথম ওভারে রুবেনের বলে কোমর ভেঙে যায় স্কটল্যান্ডের। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে যায় নামিবিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement