West Indies

T20 World Cup: ৫৫ রানে শেষ হয়ে যাওয়া ম্যাচ যত দ্রুত সম্ভব ভুলে গিয়ে সামনের দিকে এগোতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ

পোলার্ড বলেন, ‘‘স্কোরবোর্ডে বড় রান তোলাই আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু আজ এমন একটা দিন, যেদিন কিছুই আমাদের পরিকল্পনা মতো হল না।’’

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৪:০৫
Share:

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। ফাইল ছবি।

ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে হারের পরই দলের প্রতি অধিনায়ক কায়রন পোলার্ডের পরামর্শ, যত দ্রুত সম্ভব হারের কথা ভুলে যাও এবং এগিয়ে চল সাফল্যের সন্ধানে।

Advertisement

গত বারের বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এ বার প্রথম খেলতে নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড। মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। ইংল্যান্ড ম্যাচ জিততে নেয় মাত্র ৫০ বল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে হারল ক্যারিবিয়ানরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই সবচেয়ে হতাশাজনক হারের পর প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। দুবাইয়ে তাদের দৌড় কি শেষ হওয়ার মুখে, এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, তখন পুরনো ঘটনা ভুলে সামনের দিকে তাকানোর পরামর্শ দিলেন দলের অধিনায়ক পোলার্ড।

Advertisement

অধিনায়ক পোলার্ড বলেন, ‘‘এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এই হার মেনে নেওয়া যায় না। কিন্তু আমাদের হারের যন্ত্রণা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’’ পোলার্ড বলেন, ‘‘স্কোরবোর্ডে বড় রান তোলাই আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু আজ এমন একটা দিন, যেদিন কিছুই আমাদের পরিকল্পনা মতো হল না। কিন্তু এতেই আটকে থাকলে চলবে না। আমাদের হারের দুঃখ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শনিবার দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় ওয়েস্ট ইন্ডিজ ৫৫ রানে শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারের মধ্যে প্রয়োজনীয় রান তুলে ফেলে ইংল্যান্ড। তবে তাদের ৪টি উইকেট হারাতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন