T20 World Cup 2022

শাকিবের মুখে উল্টো কথা, রোহিতদের বিরুদ্ধে নামার আগে বদলে গেলেন বাংলাদেশের অধিনায়ক!

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শাকিব আল হাসান যা বলেছিলেন, সেটা ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বললেন না। উল্টো কথা শোনা গেল বাংলাদেশের অধিনায়কের মুখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১৩:৩৪
Share:

বাংলাদেশের অধিনায়ক শাকিব ভারতের বিরুদ্ধে ভাল খেলা নিয়ে আশাবাদী। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, বিশ্বকাপ জিততে আসেননি। অনেকটা এগিয়ে রেখেছিলেন ভারতকে। অথচ পরের দিন খেলা শুরুর আগে বদলে গেল শাকিব আল হাসানের কথা। বাংলাদেশের অধিনায়ক জানালেন, ভারতের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে খেলতে নামছেন তাঁরা।

Advertisement

ভারতের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শাকিব। তার পরে তিনি বলেন, ‘‘এটা আমাদের জন্য খুব বড় ম্যাচ। আমরা ভাল করে প্রস্তুতি নিয়ে নামছি। দলের সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। এই দলকে নিয়ে আমরা দীর্ঘ দিন খেলছি। আশা করছি ভারতের বিরুদ্ধে ভাল খেলব।’’

টসে জিতে কেন বল নিয়েছেন তার কারণও ব্যাখ্যা করেন শাকিব। বলেন, ‘‘বৃষ্টির পূর্বাভাস আছে। তাই প্রথমে ব্যাট করলে কত রান করা উচিত সেটা বুঝতে পারছি না। তাই প্রথমে বল করব।’’

Advertisement

এর আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শাকিব বলেছিলেন, “ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ওরা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি, দাবিদার বলেও কেউ মনে করছে না। আমরা পরিস্থিতি বুঝতে পারছি। ভারতকে যদি আমরা হারিয়ে দিই সেটা অঘটন হবে। নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব। যাতে অঘটন ঘটাতে পারি।”

রোহিতদের বিরুদ্ধে নামার আগে নিজেদের পিছিয়ে রেখেছিলেন শাকিব। বাংলাদেশ অধিনায়কের মুখে শোনা গিয়েছিল সূর্যকুমার যাদবের প্রশংসা। শাকিব বলেছিলেন, “সূর্য দুর্দান্ত খেলছে। শেষ এক বছরে ও যে ভাবে খেলেছে তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যই এক নম্বর ব্যাটার। ভারতের দলে বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। তাদের দিকে নজর রাখতেই হবে। দলের বৈঠকে সেই সব নিয়ে আলোচনা হবে। জিততে হলে বেশ কিছু সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের বিরুদ্ধে লড়তে হবে আমাদের।”

বুধবারের ম্যাচের আগে ১১ বার ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জিততে পেরেছে। গত ৩ বছরে দুই দলের মধ্যেও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। এশিয়া কাপে বাংলাদেশ সুপার ৪-এ উঠতে পারেনি। তাই সেখানেও ভারতের মুখোমুখি হতে হয়নি শাকিবদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন