T20 World Cup 2022

টি২০ বিশ্বকাপ জিতে ইংল্যান্ড কত টাকা পাচ্ছে, পাকিস্তানের পুরস্কারমূল্যই বা কত

ফাইনালে বেন স্টোকসের ইনিংসের সৌজন্যে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ইংল্যান্ড। বিশ্বকাপ জেতায় মোটা পুরস্কারমূল্য পাচ্ছে ইংল্যান্ড। পাকিস্তানের ঘরেও ঢুকছে মোটা টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৭:৩৬
Share:

বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে ইংল্যান্ড? ছবি: এএফপি

এক যুগ পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। ২০১৬ সালে ফাইনালে উঠেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল তাদের। এ বার আর সেই ভুল করল না তারা। ৩০ বছর আগের রাত ফেরাতে পারল না পাকিস্তান। সে বার ইমরান খান দেশকে ৫০ ওভারের বিশ্বকাপ জেতালেও ২০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন অধরাই থাকল পাকিস্তানের। বিশ্বকাপ জিতে ইংল্যান্ড এবং পাকিস্তান, দুই দলের পকেটেই ঢুকছে মোটা টাকা। জস বাটলার, বেন স্টোকসরা কোটি কোটি টাকা পাচ্ছেন।

Advertisement

ফাইনালে জেতার পুরস্কার হিসাবে ১৬ লক্ষ ডলার পাচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা। তা ছাড়াও গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জেতার সুবাদে আরও ৪০ হাজার ডলার করে মোট ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে ইংল্যান্ড। অর্থাৎ মোট পুরস্কার ১৭ লক্ষ ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি।

ফাইনালে হারের কারণে পাকিস্তান পাচ্ছে ৮ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ কোটি টাকার কাছাকাছি। এ ছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানও তিনটি ম্যাচ জেতায় তারা ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে। মোট অর্থ ৯ লক্ষ ২০ হাজার ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকার কাছাকাছি পাবে তারা। দু’টি দলের ক্ষেত্রেই মোট পুরস্কারমূল্য গোটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, ভারতীয় দল সেমিফাইনালেই বিদায় নেওয়ায় ৪ লক্ষ ডলার পেয়েছে। পাশাপাশি গ্রুপে চারটি ম্যাচ জেতায় পেয়েছে ১ লক্ষ ৬০ ডলার। মোট পুরস্কারমূল্য সাড়ে চার কোটি টাকার কাছাকাছি।

রবিবার বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারাল ইংল্যান্ড। চাপের মুখে পড়লেও বেন স্টোকস অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে ১৩৭ তোলে। জবাবে ৬ বল বাকি থাকতেই রান তুলে নেয় ইংল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন