T20 World Cup 2022

কোহলি-রোহিতদের মধ্যে কথা বন্ধ! পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হঠাৎ কী হল ভারতীয় দলে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে নিজেদের মধ্যে কথা বলছেন না রোহিত শর্মারা। কিন্তু কেন? কারণ জানালেন ভারত অধিনায়ক নিজেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৯:৩২
Share:

ভারতীয় জার্সিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের মধ্যে বেশি কথা বলছেন না রোহিত শর্মারা। কিন্তু কেন? ভারত অধিনায়ক জানিয়েছেন, তাঁরা শুধু নিজেদের খেলায় মন দিতে চান। তাই বেশি কথা বলছেন না। নিজেদের ফোকাস ধরে রাখতে চাইছেন রোহিতরা।

Advertisement

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে রোহিতের একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি, পাকিস্তান ম্যাচ, তাঁদের লক্ষ্য এই সব নিয়ে কথা বলেছেন রোহিত। ভিডিয়োয় রোহিত বলেছেন, ‘‘আমি জানি সবাই পাকিস্তান ম্যাচের আগে খুব উত্তেজিত। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটা। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। কিন্তু আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।’’

প্রথম বার অধিনায়ক হিসাবে কোনও আইসিসি প্রতিযোগিতায় খেলতে নামছেন রোহিত। এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান তিনি। রোহিত বলেছেন, ‘‘এটা আমার কাছে বিশেষ মুহূর্ত। এই বিশ্বকাপে ভাল খেলতে চাই। তারই প্রস্তুতি নিচ্ছি।’’

Advertisement

বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিতে খুশি ভারত অধিনায়ক। কিন্তু তার পরেও খেলতে নামার আগে সতর্ক তিনি। রোহিত বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে দেশে দুটো সিরিজ় জিতেছি। প্রস্তুতি খুব ভাল। দলের সবাই তৈরি। কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপ। এর সঙ্গে কোনও সিরিজ়ের তুলনা হয় না। তাই অতিরিক্ত আত্মবিশ্বাস রাখতে চাই না। শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে চাই। আমি জানি দলের সবাই ভাল খেললে আমরা বিশ্বকাপ জিততে পারব।’’

তবে এখনই বিশ্বকাপ জেতার কথা মাথায় আনছেন না রোহিত। ধাপে ধাপে এগোতে চান তিনি। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘পাকিস্তানকে হারালেই তো বিশ্বকাপ জেতা হবে না। তার জন্য সবাইকে হারাতে হবে। তাই এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবছি না। একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। একটা করে ম্যাচ ধরে পরিকল্পনা করতে চাই। একটা করে ম্যাচ জিতে তার পরে শেষে বিশ্বকাপ জিততে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন