Rohit Sharma

বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে রোহিতকে সতর্ক করলেন প্রাক্তন ক্রিকেটার

রোহিতকে অধিনায়কত্ব নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে বারণ করছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের মতে, স্বাভাবিক ছন্দে খেলা উচিত ভারত অধিনায়কের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৬:৩৯
Share:

রোহিতকে সতর্ক করলেন প্রাক্তন। ফাইল ছবি

দীর্ঘ ক্রিকেটজীবনে এই প্রথম বার কোনও বড় প্রতিযোগিতায় জাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৩ অক্টোবর প্রথম ম্যাচেই সামনে পাকিস্তান। চাপে থাকা খুবই স্বাভাবিক। তবে রোহিতকে অধিনায়কত্ব নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে বারণ করছেন ল্যান্স ক্লুজ়‌নার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের মতে, স্বাভাবিক ছন্দে খেলা উচিত ভারত অধিনায়কের।

Advertisement

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে ক্লুজ়নার বলেছেন, “আমি নিশ্চিত নই যে ওকে অন্য কোনও ভাবে খেলার নির্দেশ দেওয়া হয়েছে কিনা। কারণ গত ২৫-৩০টা ম্যাচে ধারাবাহিক ভাবে খেলতে পারছে না ও। আমার মতে, অতীতে যে ভাবে খেলে এসেছে, সে ভাবেই খেলা উচিত রোহিতের।”

ক্লুজ়নার যোগ করেছেন, “দ্রুতগতিতে রান তোলার দিকে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। এমনিতেই রোহিত যথেষ্ট আক্রমণাত্মক খেলে। খুব বেশি কিছু বদলায়নি। যদি ওকে কোনও বার্তা দেওয়া হয়েও থাকে, তা হলে রোহিতের সে ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। দ্রুত রান তোলাকেই যদি প্রাধান্য দেওয়া হয়, তা হলে অন্য কাউকে সেই দায়িত্ব দেওয়া ভাল।”

Advertisement

ক্লুজ়নারের মতে, রোহিত যদি নিজের স্বাভাবিক খেলাটা খেলেন, তা হলে অনায়াসে দলকে ম্যাচ জেতাতে পারবেন। অন্য কিছু চেষ্টা করতে গেলেই হিতে বিপরীত হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন