T20 World Cup 2022

শুধু নো বলের উষ্মা নয়, ওয়াঘার ও পার থেকে আসছে ‘দানব’ কোহলির জন্য বিরাট প্রশংসাও!

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ৮২ রানের ইনিংসে হেরেছে পাকিস্তান। শেষ ওভারে নো বলের জন্য আম্পায়ারের উপর ক্ষুব্ধ হলেও কোহলির ইনিংসের প্রশংসা করেছেন পাকিস্তানের ক্রিকেটাররাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৪:০৫
Share:

পাকিস্তানকে হারিয়ে উঠে উচ্ছ্বাস কোহলির। ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ইনিংসের শেষ ওভারে আম্পায়ারের ডাকা নো বল নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। তাঁদের অভিযোগ, বিরাট কোহলির চাপেই নো বল ডাকতে বাধ্য হয়েছেন আম্পায়ার। কিন্তু তার পাশাপাশি কোহলির ম্যাচ জেতানো ইনিংসে মুগ্ধ তাঁরা। ওয়াঘার ওপার থেকে বিরাট প্রশংসা এসেছে কোহলির জন্য। শোয়েব মালিক কোহলিকে ‘দানব’ বলেছেন। শোয়েব আখতার আবার খুশি কোহলির প্রত্যাবর্তনে।

Advertisement

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি শোয়েব মালিক। তাই নিয়ে পাকিস্তান ক্রিকেটে কম জলঘোলা হয়নি। বাবরদের হারের পরে টুইটারে শোয়েব লিখেছেন, ‘‘অসাধারণ একটা ম্যাচ দেখলাম। কোহলি দানবের মতো খেলল। সাদা বলের ক্রিকেটে বিশ্বের কোনও ক্রিকেটারকে কোহলির সঙ্গে তুলনা করা যায় না। ও যেমন এক দিকে ধরে খেলতে পারে, তেমনই উইকেটের মাঝে খুব দ্রুত দৌড়তে পারে। আবার ইচ্ছা মতো ছক্কাও মারতে পারে। কোহলি জানে, কী ভাবে ম্যাচ জেতাতে হয়।’’

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার মুগ্ধ কোহলির প্রত্যাবর্তন দেখে। যে ভাবে খারাপ সময় কাটিয়ে আবার ছন্দে ফিরেছেন কোহলি, সেটা সব ক্রিকেটারের শেখা উচিত বলে মনে করেন তিনি। আখতার বলেছেন, ‘‘এটা কোহলির জীবনের সব থেকে বড় ইনিংস। নিজের উপর বিশ্বাস রাখে বলেই ও এই ইনিংস খেলতে পারে। তিন বছর ধরে ওর ব্যাটে রান ছিল না। ওকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সবাই ওর পরিবারকেও নিশানা করেছে। কিন্তু কোহলি ভেঙে পড়েনি। এটা সবার শেখা উচিত।’’

Advertisement

কোহলির পরিশ্রমের প্রশংসা শোনা গিয়েছে আখতারের মুখে। তিনি বলেছেন, ‘‘সব সমালোচনার মধ্যেও কোহলি অনুশীলন করে গিয়েছে। ও আরও পরিশ্রম করেছে। রানে ফেরার জন্য এর থেকে বড় মঞ্চ ও পেত না। রাজার মতো ফিরেছে কোহলি। ওর জন্য আমি খুব খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন