দীনেশ কার্তিক। —ফাইল চিত্র।
পাকিস্তানকে হারিয়ে হংকং সিক্স শুরু করেছিলেন দীনেশ কার্তিক, রবীন উথাপ্পারা। তার পর টানা তিনটি ম্যাচ হেরে গেলেন তাঁরা। সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল, কুয়েতও হারিয়ে দিল ভারতীয় দলকে।
শনিবার প্রথম ম্যাচে কুয়েতের কাছে ২৭ রানে হেরে যায় ভারত। প্রথমে ব্যাট করে কুয়েত ৬ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে। ১৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ইয়াসিন পটেল। জবাবে ৫.৪ ওভারে ৭৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। অভিমন্যু মিঠুন (৯ বলে ২৬) ছাড়া ভারতের কেউ রান পাননি।
দ্বিতীয় ম্যাচে আমিরশাহির কাছে ৪ উইকেটে হারে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারত করে ৩ উইকেটে ১০৭। মিঠুন ৫০ এবং কার্তিক ৪২ রান করেন। জবাবে ৫.৫ ওভারে ২ উইকেটে ১১১ রান তুলে জয় ছিনিয়ে নেয় আমিরশাহি। খালিদ শাহ এবং সাগির খান প্রথম ২ ওভারে ৪২ রান তুলে লক্ষ্য সহজ করে দেন। অধিনায়ক খালিদ ১৪ বলে ৫০ রান করেন। ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মহম্মদ আরফান।
কুয়েত, আমিরশাহির কাছে হারের পর নেপালের কাছেও হেরে গিয়েছেন কার্তিকেরা। এই ম্যাচে ৯২ রানে হেরেছেন কার্তিকেরা। প্রথমে ব্যাট করে ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৩৭ রান করে নেপাল। সন্দীপ জোরা ১২ বলে অপরাজিত ৪৭ রান করেন। রশিদ খান ১৭ বলে ৫৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। এ ছাড়া লোকেশ বাম করেন ৭ বলে অপরাজিত ৩১। জবাবে ভারতের ইনিংস ৩ ওভারে শেষ হয়ে যায় ৪৫ রানে। রশিদ ১ ওভার বল করে ৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ভারতের সফলতম ব্যাটার প্রিয়ঙ্ক পঞ্চাল ৩ বলে ১২ রান করেন। প্রতিযোগিতার লিগ পর্বে রবিবার ভারতের শেষ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।