India VS England Test Series

ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত, লোকচক্ষুর আড়ালে ম্যাচ খেলবেন রোহিতেরা

আইপিএলের পরেই ইংল্যান্ড সফর। পুরোপুরি প্রস্তুত হয়েই প্রথম টেস্টে নামতে চাইছে ভারত। লোকচক্ষুর আড়ালে নিজেদের মধ্যেই ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন রোহিত শর্মারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১০:৫৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এ বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে ভারতের। তবে পরের বার শুরু থেকেই ফাইনালে ওঠার লক্ষ্যে ঝাঁপাতে চাইছে ভারত। আইপিএলের পরেই ইংল্যান্ড সফর। ২০২৫-২০২৭ পর্বে সেটিই ভারতের প্রথম সিরিজ়। পুরোপুরি প্রস্তুত হয়েই ইংল্যান্ডে প্রথম টেস্টে নামতে চাইছে ভারত। লোকচক্ষুর আড়ালে নিজেদের মধ্যেই ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন রোহিত শর্মারা।

Advertisement

জানা গিয়েছে, ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের আগে সেখানকার কোনও কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। বদলে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা। সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলতে সে দেশে যাবে ভারত ‘এ’। সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন গৌতম গম্ভীরেরা।

কেন্ট কাউন্টির মাঠে হবে সেই খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে কি না তা নিয়ে আলোচনা হয়েছিল। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিরিজ়ের আগে কোনও ভাবেই প্রকাশ্যে প্রস্তুতি সারবে না তারা। লোকচক্ষুর আড়ালে ম্যাচ খেলবে তারা। ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু। তার আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। কবে সেই ম্যাচ হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement

২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডে কোনও সিরিজ় জিততে পারেনি ভারত। তাই কঠিন পরীক্ষা তাদের। কঠিন পরীক্ষা দলের তিন সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজারও। অস্ট্রেলিয়া সফর ভাল যায়নি বিরাট, রোহিতের। ইংল্যান্ডেও তাদের ফর্ম বিশেষ ভাল নয়। সেখানকার পরিবেশ পেসারদের সাহায্য করায় জাডেজার খেলার সম্ভাবনা কম। যদি পান তা হলে ভাল খেলতে হবে তাঁকে। এই সিরিজ়ের উপরেই তিন ক্রিকেটারের টেস্ট ভবিষ্যৎ নির্ভর করছে। এখন দেখার পরের টেস্ট বিশ্বকাপের শুরুটা ভারতের কেমন হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement