শুভমন গিল। ছবি: এক্স।
এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ বুধবার। সূর্যকুমার যাদবেরা প্রস্তুতিতে ব্যস্ত। তার মধ্যে সোমবার জন্মদিন পালন করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিল। এ দিনই জানা গিয়েছে, তাঁর স্বপ্নের সহ-ওপেনার, প্রিয় ক্রিকেট শটের কথা। ক্রিকেটীয় ব্যস্ততা না থাকলে কী ভাবে সময় কাটান, তা-ও। ‘স্টার স্পোর্টস’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন শুভমন। কিছু উত্তর দিয়েছেন সঙ্গে সঙ্গে। আবার কয়েকটি দিয়েছেন খানিকটা ভেবে। সেটাই নতুন করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
প্রশ্ন: টি-টোয়েন্টি ক্রিকেটে প্রিয় শট কী?
শুভমন: পুল শট।
প্রশ্ন: স্বপ্নের সহ-ওপেনার কে?
শুভমন: সচিন স্যর (সচিন তেন্ডুলকর)।
প্রশ্ন: ভিডিয়ো গেম খেলা এবং রিল তৈরি করা। এই দুটোর মধ্যে কোনটা বেশি ভাল লাগে?
শুভমন: ভিডিয়ো গেম।
প্রশ্ন: ‘চিট ডে’-তে (যে দিন ডায়েট মানেন না) কোন পঞ্জাবি খাবার প্রিয়?
শুভমন: বাটার চিকেন এবং লাচ্ছা পরোটা।
প্রশ্ন: ক্রিকেট ছাড়া আর কিসে দক্ষ?
শুভমন: ফিফা ভিডিয়ো গেম খেলায়।
প্রশ্ন: তিন জন ক্রিকেটার, যাঁদের নৈশভোজে আমন্ত্রণ জানাতে চান।
শুভমন: ভিভ রিচার্ডস, বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর।
প্রশ্ন: কোন ক্রিকেটার বরযাত্রীতে ভাল নাচতে পারবেন?
শুভমন: ঈশান কিশন।
প্রশ্ন: কোনটা আগে কিনতে চান, স্বপ্নের গাড়ি নাকি ঘড়ি?
শুভমন: ঘড়িটাই আগে কিনব।
প্রশ্ন: প্রিয় পঞ্জাবি গান?
শুভমন: অনেক গানই পছন্দ। একটা বেছে নেওয়া সম্ভব নয়।
প্রশ্ন: ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধু কে? যাঁকে যে কোনও সময় ডাকলেই পাবেন।
শুভমন: ঈশান। ওকে আমি মধ্য রাতেও ডাকতে পারি।
প্রশ্ন: তিনটি জিনিস, যেগুলো ছাড়া থাকতে পারবেন না।
শুভমন: ওয়ালেট (টাকা রাখার ব্যাগ), পরিবার এবং ফোন।