WTC Final Scenario of India

বাকি আর ১০ ম্যাচ! ইডেনে হারের পরেও টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে কী অঙ্ক গম্ভীর-শুভমনদের সামনে

গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। এ বার কি ফাইনালে জায়গা করে নিতে পারবেন শুভমন গিলেরা? ভারতের সামনে কঠিন অঙ্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৩২
Share:

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও শুভমন গিল। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার কাছে ইডেন গার্ডেন্সে হারতে হয়েছে ভারতকে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে নেমে গিয়েছেন শুভমন গিলেরা। ইডেনে হারের পরেও অবশ্য টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের। তাদের বাকি আর ১০ টেস্ট। সেই ১০ টেস্টের মধ্যে ক’টা জিতলে ফাইনাল খেলার সুযোগ থাকবে শুভমনদের?

Advertisement

ইডেন টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত চার নম্বরে নেমেছে। ২০২৫-২০২৭ টেস্ট বিশ্বকাপ পর্বে এখনও পর্যন্ত আটটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে চারটি জিতেছে তারা। হেরেছে তিনটি। একটি টেস্ট ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ৫২। পয়েন্টের শতাংশ ৫৪.১৭। এই পয়েন্টের শতাংশের উপরেই শীর্ষে থাকা দু’দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে।

ভারতের বাকি এখনও ১০ টেস্ট। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ১, শ্রীলঙ্কার মাটিতে ২, নিউ জ়িল্যান্ডের মাটিতে ২ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে ৫ টেস্ট রয়েছে।

Advertisement

এই ১০ টেস্টের মধ্যে অন্তত ৫টি টেস্ট জিতলে ভারতের পয়েন্টের শতাংশ কী হবে দেখে নেওয়া যাক।

ভারত ১০ টেস্ট জিতলে— পয়েন্ট হবে ১৭২। পয়েন্টের শতাংশ ৭৯.৬৩।

ভারত ৯ টেস্ট জিতলে— পয়েন্ট হবে ১৬০। পয়েন্টের শতাংশ ৭৪.০৭।

ভারত ৮ টেস্ট জিতলে— পয়েন্ট হবে ১৪৮। পয়েন্টের শতাংশ ৬৮.৫২।

ভারত ৭ টেস্ট জিতলে— পয়েন্ট হবে ১৩৬। পয়েন্টের শতাংশ ৬২.৯৬।

ভারত ৬ টেস্ট জিতলে— পয়েন্ট হবে ১২৪। পয়েন্টের শতাংশ ৫৭.৪১।

ভারত ৫ টেস্ট জিতলে— পয়েন্ট হবে ১১২। পয়েন্টের শতাংশ ৫১.৮৫।

এর আগে তিন বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে। ২০২১ সালে ফাইনাল খেলা ভারতের পয়েন্টের শতাংশ ছিল ৭২.২০। নিউ জ়িল্যান্ডের ছিল ৭০। ২০২৩ সালে ফাইনাল খেলা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ছিল ৬৬.৭। ভারতের ছিল ৫৮.৮০। ২০২৫ সালে ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ছিল ৬৯.৪৪। অস্ট্রেলিয়ার ছিল ৬৭.৫৪।

এই পরিসংখ্যা দেখে মোটামুটি অনুমান করা যায়, ফাইনাল খেলতে হলে ভারতের পয়েন্টের শতাংশ অন্তত ৬৫ হওয়া প্রয়োজন। অর্থাৎ, ভারতকে ১০ টেস্টের মধ্যে অন্তত আটটি জিততে হবে। তা হলে ফাইনাল খেলার সুযোগ থাকবে। অঙ্কটা কিন্তু কঠিন। এখন দেখার গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সেই পথে শুভমন গিলেরা কিছুটা এগোতে পারেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement