Kwena Maphaka

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড মাফাকার, ১৬ বছরের নজির ভাঙলেন দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জোড়া নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা। ১৬ বছরের একটি বিশ্বরেকর্ডও ভেঙে দিয়েছেন বাঁহাতি জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৫:৫১
Share:

কোয়েনা মাফাকা। ছবি: এক্স।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৭ রানে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই বিশ্বরেকর্ড করেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ জোরে বোলার কোয়েনা মাফাকা। নিজের দেশের ওয়েন পার্নেলের রেকর্ড ভেঙেছেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন মাফাকা। ম্যাচের দিন তাঁর বয়স ছিল ১৯ বছর ১২৪ দিন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশের আর কোনও বোলার এত কম বয়সে ২০ ওভারের ক্রিকেটে ৪ উইকেট নেননি। ২০০৯ সালে পার্নেল ১৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। সে সময় তাঁর বয়স ছিল ১৯ বছর ৩১৮ দিন। ১৬ বছর ধরে তিনি ছিলেন টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ বোলার, যাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৪ উইকেট ছিল। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন মাফাকা। এই তালিকায় তৃতীয় স্থানে চলে গেলেন পাকিস্তানের মহম্মদ ওয়াসিম। তিনি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪০ রানে ৪ উইকেট নিয়েছিলেন। সে সময় তাঁর বয়স ছিল ২০ বছর ১১০ দিন।

রবিবারের ম্যাচে মাফাকা আউট করেছেন টিম ডেভিড, মিচেল ওয়েন, বেন দারশুইস এবং অ্যাডাম জ়াম্পাকে। তিনিই হলেন বিশ্বের প্রথম ‘টিনএজ’ বোলার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেটে ৪ উইকেট নিলেন। পাকিস্তানের শাদাব খান ২০২১ সালে ২৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সে সময় তাঁর বয়স ছিল ২৩ বছর ৩৮ দিন। এত দিন তিনিই ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলার। তাঁর রেকর্ডও ভেঙে দিয়েছেন মাফাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement