ICC

আফগান মহিলা ক্রিকেটারদের মাঠে ফেরাতে উদ্যোগ, ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে তহবিল আইসিসির

২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন ফেরার পর মহিলাদের জন্য নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সে দেশে মহিলাদের স্বাধীনতা এবং অধিকার খর্বের নানা বহু অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৭:৩৮
Share:

আফগানিস্তানের মহিলা ক্রিকেটারেরা। ছবি: এক্স (টুইটার)।

আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের পাশে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তালিবান শাসনে আফগানিস্তানে মহিলাদের খেলাধুলা বন্ধ। সে দেশের মহিলা খেলোয়াড়দের অনেকেই দেশ ছেড়েছেন। ব্যতিক্রম নন ক্রিকেটারেরাও। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তাঁরা। আফগানিস্তানের সেই সব মহিলা ক্রিকেটারের পাশে দাঁড়াল আইসিসি।

Advertisement

জয় শাহর আইসিসি আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের দেশে ফেরাতে হয়তো পারবে না। তবে তাঁদের মাঠে ফেরাতে উদ্যোগী। দেশছাড়া আফগান মহিলা ক্রিকেটারদের পাশে দাঁড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণ, সব রকম সাহায্য করা হবে তাঁদের। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির এই উদ্যোগের সহযোগী হিসাবে থাকছে। একটি তহবিল গড়ে তোলা হবে আফগান মহিলা ক্রিকেটারদের জন্য। সেই তহবিল থেকে ক্রিকেটারদের আর্থিক সাহায্যও করা হবে। এ ছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে।

আইসিসি চেয়ারম্যান জয় সমাজমাধ্যমে বলেছেন, ‘‘যে কোনও পরিস্থিতিতে থাকা ক্রিকেটারেরা যাতে নিজেদের প্রমাণ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে সহযোগী দেশগুলির সঙ্গে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ঘরছাড়া আফগান ক্রিকেটারেরা যাতে খেলা চালিয়ে যেতে পারেন, সে জন্য বিশেষ তহবিল তৈরি করা হবে।’’

Advertisement

২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন ফেরার পর মহিলাদের জন্য নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সে দেশে মহিলাদের স্বাধীনতা এবং অধিকার খর্বের নানা বহু অভিযোগ উঠেছে। তালিবান নীতির প্রতিবাদে অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ় খেলে না আফগানিস্তানের সঙ্গে। গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতে দাবি উঠেছিল, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার। আইসিসি অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে কখনও কোনও পদক্ষেপ করেনি। তবে সে দেশের মহিলা ক্রিকেটারদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে উদ্যোগী হল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement