Shubman Gill

আড্ডা মারতে মারতেই এক দিনের দলের নেতৃত্ব বদল! ইংল্যান্ডে কী কথা হয়েছিল আগরকর-গম্ভীরের?

মাস খানেক আগেও এক দিনের দলের অধিনায়ক পরিবর্তনের পরিকল্পনা ছিল না বিসিসিআইয়ের। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের সময় নিছক এক ক্রিকেটীয় আড্ডা থেকে ভাবনা বদলাতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৫:১৪
Share:

শুভমন গিল। ছবি: ইনস্টাগ্রাম।

টেস্ট ক্রিকেটের পর ভারতের এক দিনের দলেরও অধিনায়ক হয়েছেন শুভমন গিল। টি-টোয়েন্টি দলেরও সহ-অধিনায়ক তিনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ শুভমনের হাতেই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবু কিছুটা অপরিকল্পিত ভাবেই শুভমনের হাতে তুলে দেওয়া হয়েছে এক দিনের দলের দায়িত্ব!

Advertisement

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাস খানেক আগেও এক দিনের দলের নেতৃত্ব বদলের পরিকল্পনা ছিল না জাতীয় নির্বাচকদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের তেমন কোনও ইঙ্গিতও দেননি অজিত আগরকরেরা। অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ়ে শুভমনের সাফল্যই আগরকরদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় ২-২ ড্র করে এবং ব্যাট হাতে সাফল্য পেয়ে শুভমন ঢুকে পড়েন আগামী এক দিনের বিশ্বকাপের ভাবনায়। ইংল্যান্ড সিরিজ়ে ভারতীয় সাজঘরের বদলে যাওয়া আবহও নজর কেড়েছিল আগরকরের।

ইংল্যান্ডেই শুভমনের নেতৃত্ব নিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেছিলেন আগরকর। আগামী এক দিনের বিশ্বকাপ নিয়েও সে সময় তাঁরা হালকা মেজাজে কথা বলেন। নেহাতই ক্রিকেটীয় আড্ডা। বলা যায় সেই আড্ডার নির্যাস শুভমনের এক দিনের দলের নেতৃত্ব প্রাপ্তি। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়েই আগামী বিশ্বকাপের পরিকল্পনা করছেন আগরকরেরা। তবে তাঁদের উদ্বেগ অন্য জায়গায়। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বছরের অধিকাংশ সময় খেলার মধ্যে থাকবেন না কোহলি এবং রোহিত। এই অবস্থায় দু’বছর পর তাঁদের ফিটনেস কেমন থাকবে বা ফর্ম কেমন থাকবে, তা অনুমান করা কঠিন। প্রাথমিক ভাবে দুই সিনিয়র ক্রিকেটারের বিকল্প নাম ভেবে এগোনোর বিষয়টি আলোচনা করেন। সেই আলোচনাতেই প্রথম শুভমনকে এক দিনের দলের অধিনায়ক করার ভাবনা আসে আগরকর-গম্ভীরের মাথায়। পরে তাঁরা কথা বলেন শুভমন এবং কয়েক জন ক্রিকেটারের সঙ্গেও। দায়িত্ব নিতে আপত্তি করেননি শুভমন। রোহিতের সঙ্গে কথা বলার ব্যাপারটি বোর্ড কর্তাদের উপর ছেড়ে দেন আগরকরেরা।

Advertisement

আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি কোহলি এবং রোহিত। স্বাভাবিক ভাবেই তাঁরা কেমন ফর্মে রয়েছেন, তা জানা নেই কারও। শনিবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পরও আগরকর বুঝিয়ে দিয়েছেন গম্ভীরের পরামর্শেই রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে। আগরকর বলেন, ‘‘তিন ধরনের ক্রিকেটে তিন জন আলাদা অধিনায়ক রাখাও কঠিন। দলের ভারসাম্যের জন্য যেমন ভাল নয়, তেমনই কোচের জন্যও সমস্যার। আমরা পরের বিশ্বকাপের কথাও ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন এক দিনের ক্রিকেট বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমনকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে ও দল তৈরি করে নিতে পারে। যেমন সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওকেও দল গুছিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছিল।’’

বিসিসিআই সূত্রে খবর, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের পরই পরিস্থিতি বদলে যায়। তিন ফরম্যান্টে তিন অধিনায়ককে নিয়ে চলা কোচের জন্যও সমস্যার। শুভমনকে এক দিনের দলের অধিনায়ক করার অন্যতম কারণ সেটাও। পাশাপাশি প্রত্যাশা পূরণ করতে না পারলে বিশ্বকাপের দল থেকে কোহলি-রোহিতকে বাদ দেওয়াও সুবিধা হবে। বলা যায়, দুই সিনিয়র ব্যাটারকে আগামী বিশ্বকাপ খেলতে হলে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে তাঁদের। কারণ, দু’জনেরই জায়গা নেওয়ার জন্য প্রস্তুত বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement