ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ছবি: পিটিআই।
মহিলাদের এক দিনের বিশ্বকাপ শুরু হতে বাকি আর কয়েক দিন। তার আগে শুক্রবার থিম সং প্রকাশ্যে আনল আইসিসি। গানটি গেয়েছেন ভারতের শ্রেয়া ঘোষাল। গানের নাম দেওয়া হয়েছে, ‘ব্রিং ইট হোম’। অর্থাৎ, ট্রফি ঘরে আনো।
আইসিসি-র ভিডিয়োয় শ্রেয়াকে দেখা যাচ্ছে একটি স্টুডিয়োয় ঢুকতে। মাইক্রোফোনের সামনে গিয়েই গাইতে শুরু করেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গাওয়ার কথা রয়েছে তাঁর। আইসিসি-র বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, “মহিলাদের বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। এই গানের সাহায্যে মহিলাদের ক্রিকেটের শক্তি, একতা এবং স্ফূর্তি তুলে ধরা হয়েছে।”
শ্রেয়া আরও বলেছেন, “ক্রিকেটের মাধ্যমে বহু মানুষ একত্র হন। সেই খেলার সঙ্গে যুক্ত একটা গান গাইতে পেরে আমি সম্মানিত। আশা করি প্রচুর মানুষ অনুপ্রাণিত হবেন।”
আগামী ৩০ সেপ্টেম্বর মহিলাদের বিশ্বকাপের উদ্বোধন গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এখনও পর্যন্ত এক বারও এক দিনের বিশ্বকাপ জেতেনি ভারতের মহিলা দল। দু’বার ফাইনালে উঠে হেরেছে তারা। ২০০৫-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ২০১৭-এ ইংল্যান্ডের বিরুদ্ধে।
এ বারের বিশ্বকাপে ভারত ট্রফির দাবিদার। আইসিসি-র র্যাঙ্কিংয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার ঠিক পিছনে।