Rohit Kumar

অভিষেক রোহিতের, হরিয়ানার বিরুদ্ধে তিন স্পিনারে নামছে বাংলা

হরিয়ানার লাহলির পিচ আগে পেস-সহায়ক ছিল। এই মাঠে শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সবুজ পিচে দ্বিতীয় ইনিংসে ৭৯ করেছিলেন মাস্টার-ব্লাস্টার। কিন্তু লাহলির পিচের চরিত্র এখন পাল্টে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:০১
Share:

রোহিত কুমার। — ফাইল চিত্র।

লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ, বৃহস্পতিবার নামছে বাংলা। ছয় ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন অভিমন্যু ঈশ্বরনেরা। তবে শেষ ম্যাচে হারলে গ্রুপে দ্বিতীয় স্থানে চলে যাবে বাংলা। কারণ, হরিয়ানার পয়েন্ট ২৪। বৃহস্পতিবার জিতলে তারাও পৌঁছবে ৩০-এ। মুখোমুখি সাক্ষাতের বিচারে এগিয়ে যাবে হরিয়ানা। বাংলার লক্ষ্য গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী পর্বে যেতে। তাই মহম্মদ শামি ও আকাশ দীপকে বিশ্রাম না-ও দেওয়া হতে পারে।

হরিয়ানার লাহলির পিচ আগে পেস-সহায়ক ছিল। এই মাঠে শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সবুজ পিচে দ্বিতীয় ইনিংসে ৭৯ করেছিলেন মাস্টার-ব্লাস্টার। কিন্তু লাহলির পিচের চরিত্র এখন পাল্টে গিয়েছে। স্পিন-সহায়ক পিচে খেলা হচ্ছে চলতি মরসুমে। তাই দুই পেসারের পাশাপাশি তিন স্পিনারে খেলার পরিকল্পনা বাংলার।

অভিষেক হতে চলেছে লেগস্পিনার রোহিত কুমারের। বিজয় হজারে ট্রফিতে অসমের বিরুদ্ধে দু’উইকেট নিয়েছিলেন এই ১৯ বছর বয়সি স্পিনার। উত্তরপ্রদেশের সমীর রিজ়ভির উইকেটও পেয়েছিলেন তিনি। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে গত মরসুমে ৯ ম্যাচে ৮ উইকেট ছিল তাঁর ঝুলিতে। তরুণ এই লেগস্পিনারের হাতে তিন রকম বৈচিত্র আছে। লেগস্পিনের পাশাপাশি গুগলি ও ফ্লিপার দিতে পারেন। সীমিত ওভারের ক্রিকেটে নজর কেড়েছেন। এ বার রঞ্জিতে বড় পরীক্ষা তাঁর। রোহিতের পাশাপাশি অফস্পিনার রাহুল প্রসাদকেও সুযোগ দেওয়া হচ্ছে হরিয়ানার বিরুদ্ধে। তৃতীয় স্পিনার শাহবাজ় আহমেদ।

কোচ লক্ষ্মীরতন শুক্ল বলছিলেন, ‘‘লাহলির পিচে স্পিনাররাই বেশি সাহায্য পাবে। এখন আর আগের মতো পেস-সহায়ক উইকেট তৈরি করা হয় না। আমরা দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলার কথা ভাবছি।’’

মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমারের মধ্যে কাকে বিশ্রাম দেওয়া হবে? লক্ষ্মীর উত্তর, ‘‘গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে গেলে এই ম্যাচ হাল্কা ভাবে নিলে চলবে না। আমরা ছয় পয়েন্ট নিয়েই ফিরতে চাই। শামি ও আকাশকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম। সকালে পিচ দেখে সিদ্ধান্ত নেব ওরা খেলবে কি না।’’

শেষ বারের সাক্ষাতে বাংলাকে ২৮৩ রানে হারিয়েছিল হরিয়ানা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে হয়েছিল ম্যাচ। এ বার বাংলা খেলবে হরিয়ানার ঘরের মাঠে। শেষ হাসি কারা হাসে সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন