(বাঁ দিকে) মহসিন নকভি এবং জয় শাহ (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ আইসিসি। পাকিস্তান সত্যিই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে, তাদের বিকল্প দলের কথা ভেবে ফেলেছে আইসিসি।
শনিবার নকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তাঁদেরও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আর কোনও নিশ্চয়তা নেই জানিয়ে তিনি বলেছিলেন, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পাকিস্তান সরকার নেবে। প্রকাশ্যে আইসিসিকে চ্যালেঞ্জ করে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়ে নকভি আইসিসিকে চটিয়েছেন। পাকিস্তান সত্যিই টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে, আইসিসি নজিরবিহীন পদক্ষেপ করতে পারে। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাতে বিঘ্নিত না হয়, তা-ও নিশ্চিত করছেন জয় শাহেরা। পাকিস্তানের বিকল্পও দলের কথা ভেবে ফেলেছেন তাঁরা।
বাংলাদেশের পরিবর্তে ক্রমতালিকার ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ড, ইটালি এবং নেপালের সঙ্গে গ্রুপ ‘সি’-তে থাকবে স্কটল্যান্ড। পাকিস্তান শেষ পর্যন্ত না খেললে সুযোগ পাবে উগান্ডা। ক্রমতালিকার ভিত্তিতেই আফ্রিকার দেশটিকে অন্তর্ভুক্ত করা হবে প্রতিযোগিতায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল উগান্ডা। এ বার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। সে ক্ষেত্রে গ্রুপ ‘এ’-তে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, আমেরিকার সঙ্গে থাকবে উগান্ডা। ক্রমতালিকায় তাদের স্থান এখন ২১।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যৌথ ভাবে প্রতিযোগিতার আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। এ বারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দেশ।