ICC Champions Trophy 2025 Live

বরুণের ৫ উইকেট, নিউ জ়িল্যান্ডের হার ৪৪ রানে, কোন পথে জিতল ভারত

গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউ জ়িল্যান্ড। এই ম্যাচ যে জিতবে সেই দল গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করবে। ফলে দু’দলের কাছেই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৪:০৪
Share:

নিউ জ়িল্যান্ডের উইকেট পড়ার পর উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২১:৪০ key status

জিতল ভারত

নিউ জ়িল্যান্ডকে ৪৪ রানে হারালেন রোহিত শর্মারা।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২১:৩৬ key status

বরুণের পাঁচ উইকেট

মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকেও আউট করলেন বরুণ। পাঁচ উইকেট নিলেন তিনি। নবম উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২১:২০ key status

সপ্তম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড

একাই লড়াই করছিলেন উইলিয়ামসন। ৮১ রান করে অক্ষর পটেলের বলে আউট হলেন তিনি। দলের শেষ ভরসাও সাজঘরে ফিরল। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২১:১৬ key status

৪০ ওভারে নিউ জ়িল্যান্ডের রান ৬ উইকেটে ১৬৫

জিততে এখনও ৬০ বলে ৮৫ রান দরকার নিউ জ়িল্যান্ডের। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২১:০৬ key status

বরুণের তিন উইকেট

মাইকেল ব্রেসওয়েলকেও ফেরালেন বরুণ। ২ রানে আউট হলেন তিনি। ১৫৯ রানে ষষ্ঠ উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২১:০২ key status

আউট গ্লেন ফিলিপ্স

১২ রান করে বরুণের বলে আউট ফিলিপ্স। ১৫১ রানে পঞ্চম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২০:৪৩ key status

আউট টম লাথাম

রবীন্দ্র জাডেজার বলে ১৪ রান করে আউট টম লাথাম। ১৩৩ রানে চতুর্থ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২০:২৫ key status

উইলিয়ামসনের অর্ধশতরান

৭৭ বলে অর্ধশতরান করলেন উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডকে টানছেন দলের অভিজ্ঞ ব্য়াটার। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২০:২১ key status

১০০ পার নিউ জ়িল্যান্ডের

২৬তম ওভারে ১০০ রান পার হল নিউ জ়িল্যান্ডের। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২০:১৭ key status

আউট ড্যারিল মিচেল

৯৩ রানে তৃতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। ১৭ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন মিচেল। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২০:০১ key status

রান তোলার গতি কম নিউ জ়িল্যান্ডের

দুবাইয়ের উইকেটে কৃপণ বোলিং করছেন ভারতীয় স্পিনারেরা। ফলে হাত খুলে খেলতে সমস্যা হচ্ছে নিউ জ়িল্যান্ডের। রান তোলার গতি কম।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৯:৫৮ key status

২০ ওভারে নিউ জ়িল্যান্ডের রান ২ উইকেটে ৮০

খুব ধীরে রান করছে নিউ জ়িল্যান্ড। উইলিয়ামসন ৩৭ ও মিচেল ১৩ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৯:৩৮ key status

১৫ ওভারে নিউ জ়িল্যান্ডের রান ২ উইকেটে ৫৫

কেন উইলিয়ামসন ২৪ ও ড্য়ারিল মিচেল ১ রানে খেলছেন।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৯:২৬ key status

আউট ইয়ং

বরুণ চক্রবর্তীর বলে বোল্ড উইল ইয়ং। অফ স্টাম্পের বাইরে থেকে বল ঢোকে ভিতরের দিকে। বুঝতে পারেননি ইয়ং। ব্যাটে লেগে বল চলে যায় উইকেটে। ১৯ রান করে আউট হয়ে যান ইয়ং।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৮:৫৭ key status

রাচিনকে ফেরালেন হার্দিক

নিউ জ়িল্যান্ডকে প্রথম ধাক্কা দিলেন হার্দিক। তাঁর বাউন্সার মারতে গিয়ে ক্যাচ তোলেন রাচিন রবীন্দ্র। থার্ড ম্যানে ভাল ক্যাচ ধরেন অক্ষর পটেল। ৬ রান করে আউট রাচিন। ১৭ রানে প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৮:০১ key status

নিউ জ়িল্যান্ডের সামনে লক্ষ্য ২৫০ রান

৯ উইকেট হারিয়ে ২৪৯ রানে শেষ হল ভারতের ইনিংস। নিউ জ়িল্যান্ডের ম্য়াট হেনরি নিলেন ৫ উইকেট। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৭:৫৭ key status

আউট হার্দিক পাণ্ড্য

৪৫ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্য। অষ্টম উইকেট হারাল ভারত।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৭:৪১ key status

আউট রবীন্দ্র জাডেজা

কেন উইলিয়ামসনের দুরন্ত ক্যাচে ফিরলেন জাডেজা। ১৬ রান করেছেন তিনি। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৭:২৫ key status

২০০ পার ভারতের

৪৩তম ওভারে ২০০ রান পার করল ভারত। ক্রিজ়ে রয়েছেন হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা। 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৭:১১ key status

আউট লোকেশ রাহুল

নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছে ভারত। মিচেল স্যান্টনারের বলে ২৩ রানের মাথায় আউট হলেন রাহুল। আরও একটি ভাল ক্যাচ ধরল নিউ জ়িল্যান্ড। ১৮২ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত। এখনও ১০ ওভার খেলা বাকি। ফলে চাপ বেড়েছে ভারতের উপর। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement